শেষ আপডেট: 3rd December 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো : ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন তারকা তথা অলিম্পিক্স টুর্নামেন্টে জোড়া পদকজয়ী পিভি সিন্ধুর জীবনে আসতে চলেছে এক নতুন মোড়। শীঘ্রই তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে সিন্ধুর বিয়ের আসর। উল্লেখ্য, সিন্ধুর হবু স্বামীর নাম ভেঙ্কট দত্ত সাঁই। পেশায় আইটি প্রফেশনাল। পাশাপাশি তিনি পোসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর পদেও রয়েছেন।
সিন্ধুর বাবা পিভি রামন্না জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে বহুদিন ধরেই সম্পর্ক ছিল। কিন্তু, মাত্র মাসখানেক আগেই বিয়ের পাকা কথা হয়েছে। তিনি একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'আগামী জানুয়ারি মাস থেকে সিন্ধুর ব্যস্ত ব্যাডমিন্টন সূচি থাকবে। সেকারণে ডিসেম্বর মাসেই বিয়ে সম্পন্ন করতে চায়।'
তিনি আরও যোগ করেছেন, আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন পার্টি দেওয়া হবে। এরপর সিন্ধু নিজের অনুশীলনে ফিরে যাবেন। কারণ আগামী মরশুমটা ওর কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ।