শেষ আপডেট: 17th October 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুতি প্রায় শেষ। এবার যুদ্ধ শুরুর অপেক্ষা। আসন্ন প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়র্স আরও একবার খেতাব জিততে মরিয়া। এবার তারা আরও বেশি শক্তি নিয়ে ময়দানে নামতে চলেছে।
আসন্ন প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়র্স তাদের প্রথম ম্য়াচটা আগামী রবিবার অর্থাৎ ২০ অক্টোবর খেলতে নামবে। প্রতিপক্ষ জয়পুর পিঙ্ক প্যান্থার্স। এই টুর্নামেন্টে আবারও বাংলার মাথায় সেরার শিরোপা ওঠে কি না, এখন সেটাই দেখার।
এবারের প্রো কবাডি লিগ জয়ের প্রবল দাবিদার বেঙ্গল ওয়ারিয়র্স। গত মরশুমে অল্পের জন্য় তারা প্লে অফের টিকিট কনফার্ম করতে পারেনি। কিন্তু, এবার আশা করা যায় সেই একই ভুলের পুনরাবৃত্তি আর হবে না। এই টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে সফল ডিফেন্ডার ফজল আত্রাচেলীর নেতৃত্বে তারা এগিয়ে যেতে চায়।
এই মরশুমে বেঙ্গল ওয়ারিয়র্সে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে রেইডার মনিন্দর সিং, অর্জুন রাঠি, বিশ্বাস এস, প্রণয় রাণে, মহারুদ্র গর্জে, নীতিন কুমার, চিয়া-মিং চাং, আকাশ বি চৌহান এবং সুশীল কাম্বরেকর। পাশাপাশি দলের ডিফেন্স ডিপার্টমেন্টে রয়েছেন, ফজল আত্রাচলী, নীতেশ কুমার, প্রবীণ ঠাকুর, ময়ূর কদম, মনজিৎ হেম রাজ, বৈভব গর্জে, দীপ কুমার, সম্ভাজি বাওলে, শ্রেয়স, আদিত্য এস শিন্দে, দীপক, অর্জুন শিন্দে এবং যশ মালিক। এই দলের একমাত্র অলরাউন্ডার হলে সাগর কুমার।
ফজল আত্রাচলী (অধিনায়ক এবং লেফট কর্নার), মনিন্দর সিং (রেইডার), নীতিন কুমার (রাইট রেইডার), বৈভব গর্জে (রাইট কভার), শ্রেয়স (লেফট কভার), অর্জুন রাঠি (রেইডার) এবং নীতেশ কুমার (রাইট কর্নার)।