শেষ আপডেট: 11th September 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারালিম্পিক গেমসে ভারতীয় অ্যাথলিটরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করলেন যে প্যারালিম্পিক গেমসে ভারতীয় পদকজয়ীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। তিনি ঘোষণা করেছেন, এই টুর্নামেন্টে সোনার পদকজয়ীদের ৭৫ লাখ টাকা, রুপোর পদকজয়ীদের ৫০ লাখ টাকা এবং ব্রোঞ্জ পদকজয়ীদের ৩০ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার এই পদকজয়ীদের সম্মান জানাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মাণ্ডব্য এই ঘোষণা করেছেন। তিনি আরও যোগ করেছেন, ২০২৮ সালে আয়োজিত লস অ্যাঞ্জেলস প্যারালিম্পিক গেমসের জন্য ভারতীয় অ্যাথলিটদের আরও উৎসাহিত করা হবে এবং সুযোগ-সুবিধা দেওয়া হবে, যাতে তাঁরা আরও বেশি পরিমাণে পদক জয় করতে পারেন।
তিনি বললেন, 'আমাদের দেশ প্যারালিম্পিক্স এবং প্যারা গেমসে যথেষ্ট ভাল পারফরম্যান্স করছে। ২০১৬ সালে যেখানে মাত্র চারটে পদক দেশে এসেছিল, সেখানে টোকিও থেকে আসে ১৯টি পদক। আর এবার প্যারিস প্যারালিম্পিক্সে মোট ২৯টি পদক ভারতীয় অ্যাথলিটরা জয় করতে পেরেছে। এই যাত্রা সকলের কাছেই স্মরণীয় হয়ে থাকবে। আমরা দেশের প্রত্যেক প্যারা অ্যাথলিটদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে চাই, যাতে তাঁরা ২০২৮ সালে আয়োজিত লস অ্যাঞ্জেলস প্যারালিম্পিক গেমসে আরও বেশি সংখ্যক পদক জয় করতে পারে।' প্রসঙ্গত, এই ২৯টি পদকের মধ্যে সাতটি সোনার পদক, ৯টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ পদক রয়েছে।
২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের এই জয়যাত্রা স্মরণীয় হয়ে থাকবে। ভারতের হয়ে সোনার পদক জয় করেন নবদীপ সিং, প্রবীণ কুমার, ধরমবীর, হরিন্দর সিং, সুমিত আন্তিল, নীতেশ কুমার এবং অবনী লেখরা। এই বছর ভারত থেকে মোট ৮৪ জন অ্যাথলিটকে পাঠানো হয়েছিল। তাঁরাও হতাশ করেননি। এক মরশুমে এবারই ভারতের ঝুলিতে সর্বাধিক প্যারালিম্পিক্স পদক এসেছে।