টোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন প্রমোদ ভগত।
শেষ আপডেট: 13th August 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: গ্রীস্মকালীন অলিম্পিক্স শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই প্যারিসেই শুরু হবে প্যারালিম্পিক। বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের নিয়ে অলিম্পিক্সের আসর। এটাই নিয়ম যে কোনও মেগা আসরের ক্ষেত্রে।
ওই মেগা আসর শুরুর আগেই ভারতীয় শিবিরে বজ্রপাত। সম্ভাব্য পদকজয়ীর মধ্যে ব্যাডমিন্টনের প্রমোদ ভগতকে ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য ১৮ মাস নির্বাসিত করা হয়েছে। বিশ্ব কুস্তি সংস্থা এদিনই জানিয়েছে, আমরা বারবার জাতীয় ব্যাডমিন্টন সংস্থার কাছে ভগতের ডোপ বিরোধী নির্দেশিকার ব্যাপারে জানতে চেয়েছি, কিন্তু তিনি কোনও উচ্চবাচ্য করেননি। যে কারণে তাঁকে প্যারালিম্পিকে নামতে দেওয়া হবে না।
প্রতি অ্যাথলিটকে অলিম্পিক্সের মতো সর্বোচ্চ আসরে নামার আগে কোর্ট অব আরব্রিটেশনকে নানা তথ্য দিতে হয়। কিন্তু এই অভিজ্ঞ তারকা সেই বিষয়ে কিছুই জানাননি। সেটাই ভগতের বিপক্ষে গিয়েছে। প্রসঙ্গত, প্যারিসের বুকেই প্যারালিম্পিক হবে ২৮ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘টোকিও ২০২০ প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন প্রমোদ ভগতকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসেও অংশগ্রহণ করবে না।’’ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ভগতের কাছে অ্যান্টিং ডোপিং নিয়ম নিয়ে তিনবার ব্যাখ্যা চেয়েছিল। তিনি তা দেননি, এমনকি এই নিয়ে আবেদনও করেননি ১ মার্চের মধ্যে।