শেষ আপডেট: 9th August 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে সম্প্রীতির সুর দুই রত্নগর্ভার মন্তব্যে। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের সোনা জয়ের পরে মন্তব্য করেছিলেন নীরজের মা সরোজ দেবী। তিনি পানিপথের গ্রামে নিজের বাড়িতে বসে প্রতিক্রিয়া দেন, নীরজের রুপো জয়েও আমি সমান খুশি। আর সোনা জিতেছে নাদিম, সেও আমার সন্তানের মতো।
নীরজের মায়ের ওই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের মানুষও এই বিবৃতিতে খুশি হয়। তারা জানায়, সম্প্রীতির একটা সুন্দর পটভূমিকা তৈরি করেছেন নীরজের মা।
তারপর বেলা গড়াতেই পাকিস্তানের অলিম্পিক্স রেকর্ডধারী থ্রোয়ার নাদিমের মায়ের গলাতেও একই সুর। তিনিও সেই দেশের মিডিয়া প্রতিনিধিদের বলেছেন, নীরজও আমার সন্তানসম, ও নাদিমের ভাই। আমি ওঁর সাফল্যেও সমান খুশি। হার-জিৎ খেলারই অঙ্গ। আমি আল্লার কাছে প্রার্থনা করি, নীরজও একদিন সফল হোক। সেও সোনা পাক।’’
"If mothers ran the world, there would be no hate, no wars. #ArshadNadeem's mother: 'Neeraj Chopra is like a son to me. I prayed for him too.' (courtesy indyurdu) #NeerajChopra's mother: 'We're happy with silver. The one who won gold (Arshad Nadeem) is also my child.'"… pic.twitter.com/IWM78tCwpI
— PTI GOJRA (@PTI_Gojra) August 9, 2024
নীরজ অবশ্য গত টোকিও অলিম্পিক্সেই পাক থ্রোয়ারকে হারিয়ে সোনা জিতেছিলেন। সেবার নীরজের থ্রো ছিল ৮৭.১৭ মিটার। সেটি টপকে এবার আরও ভাল ফর্ম দেখালেও তিনি সোনা পাননি, বরং নাদিমের ৯২.৯৭ মিটার থ্রো বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছে।
কে জিতল, কে হারল বড় কথা নয়, বরং দুই তারকার মায়ের বক্তব্য সকলের মন জয় করে নিয়েছেন। নাদিমের মা পাশাপাশি পাকিস্তানের মানুষকেও ধন্যবাদ জানান। তিনি বলেছেন, সারা দেশ আমার ছেলের জন্য প্রার্থনা করেছেন বলেই এমন সাফল্য পেয়েছে।