শেষ আপডেট: 28th October 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে সোনা জয় করেছিলেন পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিম। এরপর পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তাঁকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। কিন্তু, আজ পর্যন্ত সেই পুরস্কার হাতে পেলেন না আরশাদ। অর্থাৎ, পাকিস্তান সরকারের পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পূরণ করা হয়নি। আপাতত অপেক্ষার দিন গুনছেন তিনি।
পাকিস্তানের হয়ে একক ক্রীড়া বিভাগে এই প্রথমবার আরশাদের হাত ধরে অলিম্পিক্স টুর্নামেন্টে সোনার পদক এসেছে। এরপর বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে তাঁকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু, এরমধ্যে অধিকাংশ প্রতিশ্রুতিই আজ পর্যন্ত পূরণ করা হয়নি।
সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন আরশাদ নাদিম। সেখানেই তিনি স্বীকার করেন, কয়েকটি সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে তাঁকে যে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তারমধ্যে কিছু টাকা তিনি পেয়েছেন। কিন্তু, অধিকাংশ প্রতিশ্রুতিই পালন করা হয়নি।
সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই কথা বলা হচ্ছিল যে আরশাদ নাকি আর্থিক কষ্টে ভুগছেন। কিন্তু, সেই খবর নেহাতই ভুয়ো বলে উড়িয়ে দেন তিনি। বরং তিনি মনে করেন যে এই ধরনের জল্পনা একজন অ্যাথলিটের স্ট্রাগলকে ছোট করে। নিজের দেশের জন্য তাঁরা প্রচুর পরিশ্রম করে পদক জয় করে।
প্রসঙ্গত, সোনা জয়ের পাশাপাশি অলিম্পিক্স টুর্নামেন্টে এক অনন্য রেকর্ড কায়েম করেন পাকিস্তানের এই জ্যাভেলিন থ্রোয়ার। অলিম্পিক্স ইতিহাসে আরশাদের এই থ্রো ষষ্ঠ দীর্ঘতম হিসেবে নথিভূক্ত হয়েছে।
এই সাফল্য অর্জনের পরই তাঁকে একাধিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে সম্মান জানিয়েছেন।