শেষ আপডেট: 17th September 2024 18:31
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং চিন একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। হালানবায়ারে আয়োজিত এই ম্যাচে টিম ইন্ডিয়া চিনকে ১-০ ব্যবধানে হারানোর পাশাপাশি পঞ্চমবার টুর্নামেন্টের খেতাব জয় করে। তবে এই ম্যাচ চলাকালীন একটি বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। পাকিস্তানের হকি খেলোয়াড়রা ফাইনাল ম্যাচে চিনকে সমর্থন করতে এসেছিলেন।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল পাকিস্তান। এরপর তারা সেমি ফাইনালে উঠলেও চিনের কাছে হেরে যায়। শেষপর্যন্ত দক্ষিণ কোরিয়াকে ৫-২ গোলে হারিয়ে তারা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। কিন্তু, ভাইরাল হওয়া ছবি থেকে একটা বিষয় স্পষ্ট যে ভারতীয় হকি দলের এই সাফল্য তারা একেবারে হজম করতে পারেনি।
কী ছিল সেই ভাইরাল ছবিতে? ভারত বনাম চিন ম্য়াচ চলাকালীন দেখা যায় যে গ্যালারিতে পাকিস্তানের হকি খেলোয়াড়রা জাতীয় দলের পোশাক পরেই বসেছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগ খেলোয়াড়ের হাতেই চিনের পতাকা ছিল। ফলে পাকিস্তান যে খুল্লামখুল্লা ভারতের বিরুদ্ধে চিনকে সাপোর্ট করছে, অন্তত হকির ময়দানে, তা গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেল।
Pakistan hockey team supports China in AFC Asian Champions Trophy final
— Thakur Divya Prakash (@Divyaprakas8) September 17, 2024
China is playing against India#HockeyIndia #India#Hockey #Pakistan pic.twitter.com/PTWCSKFobq
ছবিটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে কমেন্টের বন্যাও। যদিও পাকিস্তানের এই সাপোর্টে ভারতের পারফরম্যান্সের উপর অবশ্য কোনও প্রভাব পড়েনি। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া অপরাজেয় থেকেই জয়লাভ করল।
এই প্রথমবার চিন এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নেমেছিল। গোটা ম্যাচ জুড়ে তারা প্রশংসনীয় লড়াই করেছে। কিন্তু, চতুর্থ কোয়ার্টারে যুগরাজ সিংয়ের জয়সূচক গোল চিনের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।