শেষ আপডেট: 18th September 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দল দাপুটে পারফরম্যান্স করছে। ইতিমধ্যে শিরোপা জয় করেছে টিম ইন্ডিয়া। পাকিস্তান এই টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে। সেমি ফাইনাল ম্যাচে তারা চিনের কাছে হেরে গেলেও, তৃতীয় স্থানাধিকারীর লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে।
এই ব্রোঞ্জ পদক জয় করার পর পাকিস্তান হকি অ্যাসোসিয়েশন দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। তবে সেই অঙ্কটা এতটাই কম, শুনলে আপনিও হাসি থামাতে পারবেন না।
এই টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়াকে ৫-২ গোলে হারিয়ে পাকিস্তান তৃতীয় স্থান অর্জন করেছে। এরপর পাকিস্তান হকি অ্যাসোসিয়েশনের সভাপতি মির তারিক বুগতি আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন।
পাকিস্তানের হকি খেলোয়াড়রা ১০০ মার্কিন ডলার অর্থাৎ পাকিস্তানের মুদ্রায় ২৮ হাজার টাকার কাছাকাছি পাবেন। আর ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা দাঁড়ায় মাত্র ৮,৪২৬ টাকা। এই টাকায় একটা ভালো স্মার্টফোনও কেনা কার্যত অসম্ভব। পাকিস্তানের এই পুরস্কার মূল্য নিয়ে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।
টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানের হকি খেলোয়াড় আবু বকর মাহমুদ মারাত্মক জখম হয়েছেন। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে পাকিস্তান হকি অ্যাসোসিয়েশন।
পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গজনফর আলির বাবার মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন বাবাকে হারিয়েছেন আলি। কিন্তু, পাকিস্তানের ম্য়াচ ছেড়ে তিনি দেশে ফিরে আসেননি।