শেষ আপডেট: 21st October 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেনিসে রাফায়েল নাদালের অবদান অপরিসীম। সম্প্রতি স্পেনের এই কিংবদন্তী টেনিস তারকা জানিয়েছেন যে তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। নাদালের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে শ্রদ্ধা জানালেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ।
রবিবার একটি প্রদর্শনী ম্যাচে টেনিসের এই দুই কিংবদন্তী একে অপরের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন। এই ম্যাচটি সৌদি আরবে আয়োজন করা হয়েছিল। নাদালকে শ্রদ্ধা জানিয়ে জোকোভিচ বললেন, 'ওঁর সঙ্গে টেনিস কোর্ট শেয়ার করা আমার কাছে অনেক বড় একটা সম্মানের ব্যাপার। আজ আমি অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়ছি। এত বছর ধরে আমরা একে অপরের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছি।'
পাশাপাশি ২৪ বার গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা আরও যোগ করেন, 'আমাদের দুজনের মধ্যে এক অনির্বচনীয় দ্বৈরথ ছিল। দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবার আশা করি আমরা একসঙ্গে কোনও একটা নিরিবিলি সমুদ্রসৈকতে বসব এবং পান করব। নিজেদের জীবন নিয়ে আলোচনা করব। হতে পারে, অন্য কোনও বিষয়েও আলোচনা করতে পারি।'
প্রসঙ্গত, আগামী মাসে ডেভিস কাপের পরই আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানাবেন রাফায়েল নাদাল। আগামী ১৯ থেকে ২৪ নভেম্বর স্পেনের মালাগায় এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। জোকোভিচের বিরুদ্ধে নাদাল মোট ৬০ ম্যাচে লড়াই করেছেন। এরমধ্যে স্প্যানিশ টেনিস তারকা জিতেছেন ২৯ বার। আর সার্বিয়ার টেনিস তারকার ঝুলিতে এসেছে ৩১ জয়। তবে সৌদি আরবে আয়োজিত এই প্রদর্শনী ম্যাচে জোকোভিচের কাছে নাদাল ৬-২, ৭-৬ (৫) ব্যবধানে হেরে যান।