শেষ আপডেট: 10th January 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো : সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ দাবি করেছেন, ২০২২ সালে তাঁর খাবারের সঙ্গে নাকি বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাওয়ার সময়ই এই ঘটনাটি ঘটে। সেই সময় গোটা বিশ্বজুড়ে করোনা অতিমারি ছড়িয়ে পড়েছিল। কিন্তু, জোকোভিচ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে অস্বীকার করেন। এরপর তাঁকে দেশ ছাড়ার পরামর্শও দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার একটি ইন্টারভিউয়ে ৩৭ বছর বয়সি জোকেভিচ বললেন, 'সেইসময় আমার বেশ কয়েকটি শারীরিক সমস্যা ছিল। আমি বুঝতে পেরেছিলাম, মেলবোর্নের ওই হোটেলে আমাকে এমন কিছু খেতে দেওয়া হয়েছিল, যার মধ্যে বিষ মেশানো ছিল। আমি যখন সার্বিয়া ফিরে এসেছিলাম, তারপরই গোটা বিষয়টা আমি বুঝতে পারে। ইতিপূর্বে, এই কথাটা আমি কখনও কাউকে বলিনি। কিন্তু, বুঝতে পারছিলাম যে আমার শরীরে পারদ এবং সীসার মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে।'
এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। এমনকী অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, 'গোপনীয়তার কারণে এই ব্যাপারে কোনও মন্তব্য করতে পারব না।' যদিও সরকারের বক্তব্য, যে হোটেলে জোকোভিচকে রাখা হয়েছিল, সেখানে সবসময় ভাল খাবারই পরিবেশন করা হয়।
অস্ট্রেলিয়ার ওই হোটেলে কার্যত বন্দি করে রাখা হয়েছিল নোভাক জোকোভিচকে। কারণ অস্ট্রেলিয়ায় পা রাখার জন্য তাঁকে আইনের রাস্তা ধরতে হয়েছিল। জোকোভিচ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোভিড ১৯ টেস্ট করাবেন না। এরপরই অস্ট্রেলিয়ার প্রশাসন তাঁর সঙ্গে এমন আচরণ করতে থাকে। এই সময় তাঁকে লাঞ্চ এবং ডিনার টেবিলে শুধুমাত্র পাঁউরুটি, লুডলস এবং কফি দেওয়া হত। তবে এরমধ্যে আদৌ বিষ ছিল কি না, তা অবশ্যই তদন্তসাপেক্ষ।