বিধ্বস্ত জোকোভিচ
শেষ আপডেট: 24th January 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: পয়সা দিয়ে টিকিট কেটে এসেছিলেন ম্যাচ দেখতে। হাইভোল্টেজ লড়াইয়ের সমস্ত উপকরণই মজুত ছিল। কিন্তু চোটের কারণে প্রথম সেট হেরে কোর্ট ছাড়লেন নোভাক জোকোভিচ। আর এরপরই তাঁর বিরুদ্ধে বিদ্রুপ ছুড়ে দিলেন রড লেভার এরিনায় উপস্থিত দর্শকদের একাংশ। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে, সামাল দিতে প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভকে এগিয়ে আসতে হয়। মাইক হাতে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
এমনিতে এবারের অস্ট্রেলীয় ওপেনে কোর্টের লড়াইয়ের পাশাপাশি কোর্টের বাইরেও বিতর্কে জড়িয়েছেন জোকোভিচ। এক সাংবাদিক তাঁর স্বদেশি সমর্থকদের তাচ্ছিল্য দেখিয়েছেন অভিযোগ তুলে একবার ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতেও রাজি হননি সার্বিয়ার তারকা।
আজ প্রথম সেট গড়ায় টাইব্রেকার পর্যন্ত। বাম হাঁটুতে চোটের জেরে তা হেরে যান জোকোভিচ। আর হারার পরই জেরেভের সঙ্গে হ্যান্ডশেক করে আম্পায়ারকে ওয়াকোভারের সিদ্ধান্ত জানিয়ে কোর্ট ছাড়েন তিনি। এরপরই জোকোভিচকে বিদ্রুপে ভরিয়ে দেন দর্শকদের একাংশ।
Zverev on some of the crowd booing Djokovic after retiring from Australian Open
— The Tennis Letter (@TheTennisLetter) January 24, 2025
“Please guys don’t boo a player when he goes out with injury. I know everyone paid for tickets.. but Novak has given everything of his life to the sport the last 20 years”
pic.twitter.com/faY33oKgk5
তখনই এগিয়ে আসেন জেরেভ। মাইক হাতে নিয়ে তিনি বলে ওঠেন, ‘প্রথমেই দর্শকদের শান্ত হতে অনুরোধ করছি। আমি জানি আপনারা টিকিট কেটে পাঁচ সেটের দুর্দান্ত লড়াই দেখার প্রত্যাশা নিয়ে এসেছিলেন। কিন্তু আপনাদের বুঝতে হবে, জোকোভিচ এমন একজন তারকা যিনি গত ২০ বছর ধরে টেনিসকে অনেক কিছু দিয়েছেন। এর আগে তলপেট আর হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে জোকোভিচ টুর্নামেন্ট জিতেছেন। তাই তিনি যদি ম্যাচ চালিয়ে যেতে না পারেন, তার অর্থ, তিনি সত্যিই পারছেন না। তাই দয়া করে জোকোভিচকে সম্মান ও ভালোবাসা জানান।‘