শেষ আপডেট: 11th August 2024 22:29
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে খেলার মাধ্যমে সেতুবন্ধনের কাজ করেছেন নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম। জ্যাভলিনে নাদিম সোনা পেয়েছেন, আর রুপো পেয়েছেন ভারতের নীরজ চোপড়া। যদিও পাক তারকা বলেছেন, নীরজের জয়েও তিনি খুশি, ওটাও সোনার মতোই সম্মানের।
দুই দেশের তারকা মায়ের কথাতেও সম্প্রীতির সুর প্রতিধ্বনিত হয়েছে। নীরজের মা বলেছেন, নাদিম আমার ছেলের মতোই, আমি খুশি ওর সোনা জয়ের ঘটনায়। দু’জনে একেবারে ভাইয়ের মতোই। একে অপরকে শুভেচ্ছা জানায়।
সোনা জয়ের পরে নাদিমও বলেছেন, দুঃসময়ে নীরজ আমার পাশে যেভাবে ছিল, তাতে ওঁকেও আমার কৃতজ্ঞতা।
নাদিমের মা-ও বলেছেন, নীরজের রুপোও সোনার শামিল। দু’জনেই ভাল বন্ধু। নাদিমের যখন জ্যাভলিন কেনার অর্থ ছিল না, নীরজ নিজের বর্শা দেওয়ায় পাক থ্রোয়ার অনুশীলন করতে পেরেছিলেন।
এইসব ঘটনা ঘটলেও দুই দেশের মধ্যে সংঘাত রয়েছে। যা ভাল বোঝা যায়, সীমান্তে গুলিগোলার আওয়াজ শুনলেই। সেই নিয়ে নীরজ বলেছেন, ‘‘খেলাধুলোয় দু’দেশের সম্পর্ক সবসময়ই ভাল। আমরা একসঙ্গে খেলাধুলো করি। তবে বাইরে যেটা হয়, সীমান্তে যা ঘটে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। খেলাধুলোর মাধ্যমে আমরা নিজেদের মধ্যে মেলামেশা শেখাতে পারি। আমরা চাই শান্তি বজায় থাকুক দুই দেশের মধ্যে। বাইরে যা ঘটে, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাত নেই।’’