শেষ আপডেট: 13th August 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: এমন স্বপ্নের নিবাস ভারতের বহু ক্রিকেটারের নেই। যা রয়েছে নীরজ চোপড়ার, তিনি এমনিতেই বনেদি বাড়ির ছেলে। কিন্তু টোকিও অলিম্পিক্সে সোনা পাওয়ার পরে নীরজের পানিপথের বাড়ি আরও সুন্দর হয়েছে। নতুন করে তাঁদের জমির ওপর বানানো হয়েছে।
কলকাতার দ্রষ্টব্য স্থানের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালা চৌরাস্তার মা চণ্ডীভবন রয়েছে। ওই বাড়ি দেখতে কলকাতার বাইরের মানুষও ভিড় জমান। নীরজের পানিপথের বাড়িও তাই। সম্প্রতি ভারতের নামী একটি বেসরকারী চ্যানেল নীরজের বাড়ি গিয়েছিল। তাদের প্রতিনিধির ক্যামেরায় দেখা গিয়েছে ভারতের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ারের প্রাসাদোপম বাড়িটাই একটা বড় স্টোরি। বাড়ির ছাদে রয়েছে সুইমিং পুল। মোট ২৬টি ঘর। সব ঘরেই নীরজের সোনালি মুহূর্ত উঁকি মারছে।
বাড়ির গেটের সামনে অনুসন্ধান অফিস রয়েছে। যে কেউ বাড়িতে প্রবেশ করতে পারবেন না। স্লিপ কেটে বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি নিতে হয় ইন্টারকমের সাহায্যে। চোপড়া’স নামে ওই বাড়ির সবচেয়ে লোভনীয় স্থান বাড়ির সামনে সুন্দর বাগান। সেখানে ঘুরছে গোল্ডেন রিট্রিভার প্রজাতির নীরজের প্রিয় সারমেয়। তার নাম আবার তিনি দিয়েছেন ‘টোকিও’। কারণ গত টোকিও অলিম্পিক্সে সোনা পেয়েছিলেন তিনি জ্যাভলিনে। ওই স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন সারমেয়ের নাম দিয়ে।
Neeraj Chopra's house, Car And bike Collection pic.twitter.com/rxbOiJs3Un
— Vikash Gaur ???????? (@thevikashgaur) August 12, 2024
বাড়িতে রয়েছে একাধিক গাড়ির সম্ভার। বিএমডব্লু থেকে ল্যান্ড রোভার সব নামীদামী গাড়ি রয়েছে। গাড়ির মোট মূল্যই প্রায় ১০ কোটি টাকা। ধোনির মতো মোটরবাইকও প্রিয় নীরজের। পুরো বাড়িটি বানাতে নীরজের খরচ হয়েছে ৩৭ কোটি টাকা। তিনি দেশের ২২টি নামী ব্র্যান্ডের বিপননী দূত, তিনি প্রতিটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য বছরে পারিশ্রমিক নেন আনুমানিক পাঁচ কোটি টাকা।
পানিপথে নীরজের বাড়ির সঙ্গে মিল পাওয়া যেতে পারে ভারতের ক্রিকেটার মহম্মদ শামির আমরোহার খামারবাড়ির। সেটি যতটা অংশ জুড়ে, একই জমি নিয়ে প্যারিসে রুপোজয়ীর আস্তানা।