শেষ আপডেট: 14th September 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। এই টুর্নামেন্ট থেকে টিম ইন্ডিয়া মোট ২৯ পদক জয় করেছে। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, ৯ রুপো এবং ১৩টি ব্রোঞ্জ পদক।
এই টুর্নামেন্টের এফ-৪১ জ্যাভেলিন থ্রো ক্যাটেগরিতে সোনার পদক জয় করেছেন ভারতীয় অ্যাথলিট নবদীপ সিং। কিন্তু, সাফল্যের এই যাত্রাপথটা তাঁর কাছে একেবারে সহজ ছিল না। উচ্চতা কম হওয়ার কারণে ছোটবেলায় বিভিন্ন জায়গায় কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি সেই অভিমানের কথা শেয়ার করলেন।
কয়েকদিন আগে 'দ্য শুভঙ্কর মিশ্রা' পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন নবদীপ সিং। সেখানে বিভিন্ন বিষয়ে মন খুলে কথা বলছিলেন তিনি। ইতিমধ্যে অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন যে এত অনুপ্রেরণা কোথা থেকে পান তিনি?
জবাবে নবদীপ বললেন, 'যখন কেউ বলে যে তোর দ্বারা কিস্যু হবে না। এর থেকে ভালো তুই আত্মহত্যা কর। এটা আবার কোনও জীবন হল নাকি? পরিবারের যে আত্মীয়রা আমাদের কটাক্ষ করেন, তখনই মনে হয় এদের পালটা জবাব দিই। আর এখান থেকেই আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি। বেঁচে থাকার জন্য সবসময়ই তো লড়াই করেছি। তাহলে ওখানে কেন ভালো পারফরম্যান্স করতে পারব না।'
প্রসঙ্গত, ২৩ বছর বয়সি নবদীপের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। ছোটবেলা থেকে একাধিক খোঁটা হজম করলেও, তিনি জীবনে কখনও হাল ছাড়েননি। দিল্লি বিশ্ববিদ্যায়ের শ্রী ভেঙ্কটেশ্বরা কলেজ থেকে হিন্দিতে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ট্যাক্স ইনস্পেক্টর হিসেবে কাজ করেন।