শেষ আপডেট: 12th December 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো : মাত্র ১৮ বছর বয়সেই ইতিহাস রচনা করলেন ডি গুকেশ। দাবার দুনিয়া নয়া বাদশা হয়ে উঠেছেন তিনি। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চিনের ডিং লরেনকে হারিয়ে খেতাব জয় করেছেন। গুকেশের এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। ইতিমধ্যে প্রশংসার বন্যাও বইতে শুরু করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন গুকেশকে।
নরেন্দ্র মোদী লিখেছেন, 'এই জয় ঐতিহাসিক। এক নয়া নজির কায়েম করবে! এই স্মরণীয় সাফল্যের জন্য ডি গুকেশকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আসলে ওর অসম্ভব প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের কারণেই সম্ভব হয়েছে।'
প্রসঙ্গত, লিরেনকে ১৪ নম্বর দানে বাজিমাত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছেন। গোটা টুর্নামেন্টে ভারতের এই দাবাড়ু দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। তাঁর প্রত্যেকটা দানে কার্যত দিশেহারা হয়ে পড়ছিলেন চৈনিক প্রতিদ্বন্দ্বী। গুকেশের আগে ভারতীয় দাবাড়ুদের মধ্যে একমাত্র বিশ্বনাথন আনন্দই এই সাফল্য অর্জন করেছেন। গত বছর এই খেতাব জয় করেছিলেন লিরেন। ফলে তাঁকে হারানো একেবারেই সহজ ছিল না। কিন্তু, গুকেশের চাণক্য বুদ্ধিতে তাঁর যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে যায়।
Historic and exemplary!
— Narendra Modi (@narendramodi) December 12, 2024
Congratulations to Gukesh D on his remarkable accomplishment. This is the result of his unparalleled talent, hard work and unwavering determination.
His triumph has not only etched his name in the annals of chess history but has also inspired millions… https://t.co/fOqqPZLQlr pic.twitter.com/Xa1kPaiHdg
প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, 'গুকেশের এই সাফল্য শুধুমাত্র ভারতীয় দাবা ইতিহাসেই সীমাবদ্ধ থাকবে না। দেশের যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে, যারা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতে চায়।'
বিশ্ব চ্য়াম্পিয়নশিপের খেতাব জয় করার পর গুকেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন। তাঁর চোখে দেখতে পাওয়া গেল আনন্দের জল। গুকেশ বললেন, 'কোনওদিন আশা করিনি যে এই জায়গা থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারব। আর সেকারণেই জয়ের পর দু'চোখ বেয়ে জল নেমে আসে।' গুকেশের কথায়, এটাই তাঁর কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট।