শেষ আপডেট: 9th November 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: মিক শ্যুমাখার। আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শ্যুমাখারের ছেলে তিনি। বাবার একটা দূর্ঘটনাই তাঁর গোটা শৈশব বদলে দিয়েছিল। সেইসময় কী ভাবে কেটেছিল প্রতিটা মুহূর্ত। সেকথাই শেয়ার করলেন মিক।
২০১৩ সালের ডিসেম্বর মাসে আল্পস পর্বতমালায় ছুটি কাটাতে গিয়েছিলেন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শ্যুমাখার। আল্পসের বরফঢাকা চাদরে স্কি করছিলেন তিনি। সেইসময় মিকের বয়স ছিল মাত্র ১৪ বছর। আচমকাই একটা দুর্ঘটনা তাঁর গোটা জীবন বদলে দেয়।
সম্প্রতি এই বই প্রকাশ অনুষ্ঠানে মিক জানিয়েছেন, 'আমি ছোটবেলায় একেবারে পাগল ছিলাম। বাবা যা করত, আমি সেটাই অনুসরণ করতাম।' তিনি আরও বলেন, 'ছোটবেলা থেকেই বাবা আমাকে অনেকটা স্বাধীনতা দিয়েছিল। যখন যা করতে চেয়েছি, কোনওটাতেই বাধা দেয়নি। কারণ আমি যেটাই করতাম সেটা নিজেই বেশ উপভোগ করতাম।'
কিন্তু, ২০১৩ সালের পর থেকে মিকের গোটা দুনিয়াটাই কার্যত বদলে যায়। বললেন, 'এই দুর্ঘটনার একবছর পর থেকেই আমি ফর্মুলা ওয়ানের প্রশিক্ষণ নিতে শুরু করি। আর তারপর আমাকেই আমার ভিত শক্ত করতে হয়েছে।'