শেষ আপডেট: 2nd October 2024 22:36
দ্য ওয়াল ব্যুরো: কেটে গিয়েছে ১১ বছর। আল্পস পর্বতের উপরে সেই মারাত্মক দুর্ঘটনার ক্ষত আজও দগদগে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন মাইকেল শুমাখার। দীর্ঘদিন ছিলেন কোমায়, বিছানায় শয্যাশায়ী। এখন কেমন আছেন 'গতির বাদশা'? আসুন, সেটাই জেনে নেওয়া যাক।
সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুমাখার আপাতত ভালই আছেন। এই কিংবদন্তি এফ ওয়ান ড্রাইভার সম্প্রতি নিজের মেয়ের বিয়েতে গিয়েছিলেন। দুর্ঘটনার ১১ বছর পর এই প্রথমবার তিনি জনসমক্ষে এলেন।
শুমাখার এবং তাঁর স্ত্রী কোরিনার দুই সন্তান। তাঁদের মেয়ে গিনা-মারিয়া অনেকদিন ধরেই ইয়ান বেথকের সঙ্গে প্রেম করছিলেন। অবশেষে সেই প্রেমের সম্পর্কে এক নয়া অধ্যায় শুরু হল। চলতি সপ্তাহে স্পেনের মালোরকায় একটি ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সম্পন্ন হয়।
প্রসঙ্গত, ২০১২ সালে পেশাদার রেসিং থেকে অবসর গ্রহণ করেন মাইকেল শুমাখার। গতির দুনিয়ায় তিনি যে বেতাজ বাদশা ছিলেন, সেকথা সকলেই একবাক্যে স্বীকার করবেন। মোট সাতবার তিনি ওয়ার্ল্ড ড্রাইভারস চ্যাম্পিয়নশিপ (WDC) খেতাব জয় করেছেন। জিতেছেন মোট ৯১টি রেস প্রতিযোগিতা। শুমাখারের থেকে শুধুমাত্র লুইস হ্যামিলটন এগিয়ে রয়েছেন। শোনা যাচ্ছে, ২০২৫ সালে ফেরারিতে যোগ দিতে পারেন হ্যামিলটন। আর লাল রংয়ের ফেরারির সঙ্গে শুমাখার যে কার্যত সমার্থক, সেটা বলার দরকার নেই।
যাইহোক, জার্মানির এই প্রবাদপ্রতিম অ্যাথলিট ২০১৩ সালে স্কিয়িংয়ের সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। আল্পস পর্বতে বরফের চাদরে আচমকাই তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। পিছলে যায় পা। জোর ধাক্কা লাগে মাথায়। মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকার হয়ে যায়।