শেষ আপডেট: 2nd January 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ সালে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকর অবশেষে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। ইতিপূর্বে, খেলরত্ন প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছিল। তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। বিষয়টি নিয়ে মনু ভাকরের বাবা যারপরনাই ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তারা। মনু ভাকরকে খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। মনু ভাকর ছাড়াও ভারতের আরও তিন খেলোয়াড়কে এই সম্মান দেওয়া হবে।
মনু ভাকরের পাশাপাশি দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দেন গুকেশ। সেকারণে তাঁকে দেশের খেলায় সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন।
মনু ভাকর এবং ডি গুকেশ ছাড়াও ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংকে খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্য়ান্স করে। ভারত এই নিয়ে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জয় করে। হরমনপ্রীত সিংয়ের পাশাপাশি দেশের প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকেও খেলরত্ন সম্মান দেওয়া হল।
২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে প্রবীণ ভারতের হয়ে হাই-জাম্প ইভেন্টে (টি-৬৪) সোনার পদক জয় করেছিলেন। এর পাশাপাশি টোকিও অলিম্পিক্সেও তিনি রুপোর পদক জয় করেন। প্যারালিম্পিক্স টুর্নামেন্টে ভারতের হয়ে এই অসামান্য অবদানের জন্য তাঁকে খেলরত্ন পুরস্কার দেওয়া হল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতীয় ক্রীড়াবিভাগে সর্বোচ্চ সম্মান। এই সম্মান প্রাপকেরা ২৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেয়ে থাকেন। পাশাপাশি একটি ট্রফি এবং সার্টিফিকেটও দেওয়া হয়। প্রসঙ্গত, প্রথমে এই খেলরত্ন পুরস্কারের জন্য মাত্র ৭.৫ লাখ টাকা দেওয়া হত। কিন্তু, ২০২০ সাল থেকে তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হবে।