শেষ আপডেট: 14th January 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: মেডেলে খুঁত ছিল। তাই তার বদলে এবার নিখুঁত স্মারক পেতে চলেছেন মনু ভাকর। গত বছর প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার পিস্তলে পদক পেয়েছিলেন তিনি। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্স থেকে দু’টি মেডেল জিতেছিলেন মনু। হাতে আসার পর তাতে ত্রুটি নজরে আসে। এবার তা বদলে দিতে তৎপর হল প্যারিস অলিম্পিক্স কমিটি।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) সূত্রে খবর, শুধু নিখুঁত নয়। মনু পোডিয়ামে দাঁড়িয়ে যে খেতাবটি গলায় ঝুলিয়েছিলেন, হুবহু সেই পদকই পাঠানো হবে তাঁকে। বিষয়টি জানতে পেরে ব্রোঞ্জজয়ী শ্যুটার বলেন, ‘আজই আমি খবরটা পেয়েছি। যদি তারা বাকিদের মেডেল বদলায়, তাহলে আমি চাই, আমারটাও পালটানো হোক।’
এই প্রসঙ্গে আইওসির তরফে জানানো হয়েছে, ‘ত্রুটিযুক্ত মেডেল নিয়মমাফিক বদলানো হয়। নতুন মেডেলেও একই স্মারক উৎকীর্ণ করা থাকে।’ গোটা প্রক্রিয়াটি আগামি কয়েক সপ্তাহের মধ্যেই সেরে ফেলা হবে বলে খবর।
উল্লেখ্য, গত বছর অলিম্পিক্সে সর্বাধিক খুঁত পাওয়া গেছিল ব্রোঞ্জ মেডেলে। সোনা, রুপো এবং ব্রোঞ্জ—তিন ধরনের পদকই বানিয়েছে ফ্রান্সের গয়না প্রস্তুতকারক সংস্থা ‘স্যুমেট’। প্রতিটি মেডেলে খোদাই করা রয়েছে আইফেল টাওয়ারের প্রতিরূপ।
যদিও ত্রুটিপূর্ণ মেডেল হাতে আসার পর সকলে তা পাল্টানোর রাস্তায় হাঁটে না। যেমন, স্বপ্নিল কুশালে প্যারিসে ৫০ মিটার থ্রি পজিশনস শ্যুটিংয়ে ব্রোঞ্জ দখল করেন। তাঁর পদকটিও খুঁতো। যদিও মনুর পথে হাঁটছেন না স্বপ্নিল। সেই পদক বদলাবেন না তিনি। জানিয়েছেন মহারাষ্ট্রের শ্যুটার।