শেষ আপডেট: 10th September 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে কার্যত ইতিহাস রচনা করেছেন ভারতের তারকা মহিলা শ্যুটার মনু ভাকর। ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে তিনি অলিম্পিক্স টুর্নামেন্টের একই ইভেন্টে জোড়া পদক জয় করেছেন। একদিকে ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। অন্যদিকে, সরবজিৎ সিংয়ের সঙ্গে মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। আর সেইসঙ্গে স্বাধীন ভারতবর্ষে এক নয়া ইতিহাস গড়ে ওঠে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে মনুর একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে বেশ কয়েকটি ব়্যাপিড ফায়ার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মনু প্রতিটা প্রশ্নের জবাব দেন।
মনু ভাকর কোন জিনিসটা একেবারে পছন্দ করেন না : নেতিবাচক মানসিকতা
চিট মিল কিংবা পছন্দের খাবার : পিৎজা!
পছন্দের গান : আই অফ দ্য টাইগার
প্রিয় অ্যাথলিট কিংবা রোল মডেল : পিভি সিন্ধু!
শেষ যে সিনেমা কিংবা শো দেখেছেন : মির্জাপুর সিজন থ্রি
শ্যুটার না হলে কোন পেশাকে বেছে নিতেন : শিক্ষকতা
মনুর এই উত্তর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি মনু হরিয়ানায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি তাঁর যথেষ্ট ঝোঁক ছিল। তবে শ্যুটিংয়ের পাশাপাশি বক্সিং, টেনিস এবং স্কেটিংয়েও তিনি দক্ষতা অর্জন করেছেন।