শেষ আপডেট: 28th September 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের তারকা মহিলা শুটার মনু ভাকর। তবে তিনি জানিয়েছেন, অলিম্পিক্সে জোড়া পদক জয় করেও তাঁর জীবন বিন্দুমাত্র বদলায়নি।
কম বয়সেই আকাশছোঁয়া সাফল্য অর্জন করেছেন মনু। একই অলিম্পিক্স ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে জোড়া পদক জয় করে, ইতিহাস কায়েম করেছেন।
সম্প্রতি ২২ বছর বয়সি এই মহিলা শুটার তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি স্পেশাল পোস্ট করেছেন। সেখানে তিনি ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন, এই মার্কি ইভেন্টে জোড়া পদক জয় করার পরও তাঁর জীবন বিন্দুমাত্র বদলায়নি।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্সে মনু লিখেছেন, 'যাঁরা আমাকে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছেন যে অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয় করার পর আমার জীবন কতটা বদলে গিয়েছে? তাঁদের আমি একটাই কথা বলতে চাই যে আমার জীবন একটুও বদলায়নি। আমি সেই আগের মনু ভাকরই রয়েছি। আপাতত ছুটি উপভোগ করছি। আগামী নভেম্বর মাসে আমি ফের শুটিং রেঞ্জে ফিরব। আবারও অনুশীলন শুরু করব। আপনাদের সকলের ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ।'
For all those who are asking me what has changed in my life after I won the medals: NOTHING.
— Manu Bhaker???????? (@realmanubhaker) September 27, 2024
I am the same Manu Bhaker and enjoying my break. I will return to the shooting ranges in November and start training again.
Thanks for your love and attention.
Manu.#Olympics… pic.twitter.com/3DKkqvrhCQ
গত বৃহস্পতিবার মনু ভাকর নিজের শুটিং জার্নি সম্পর্কে অজানা গল্প শেয়ার করেছেন। সঙ্গে এও জানিয়েছেন যে কোনওদিন ভাবতেও পারেননি যে সাফল্যের এমন শৃঙ্গে তিনি উঠতে পারবে।