শেষ আপডেট: 9th February 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের ডি গুকেশ। কিন্তু দীর্ঘস্থায়ী হল না সেই বিশ্ব জয়ের রেশ। জার্মানির ওয়েইসেনহাউস রিসর্টে অনুষ্ঠিত ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম লিগে, রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচে গুকেশ পরাজিত হলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের কাছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই গুকেশের কাছে এটাই ছিল প্রথম মুখোমুখি লড়াই।
দুই বিশ্বজয়ী দাবাড়ুর লড়াই কিরকম হয়, সেটা দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। ম্যাচে গুকেশ হঠাৎই চাপে পড়ে গিয়ে হারেন। যদিও প্রথমে মনে হচ্ছিল যে, তিনি ড্র করতে পারবেন। তবে খেলার সময় এগোনোর সঙ্গে সঙ্গে কিছু ভুল সিদ্ধান্ত এবং সময়ের চাপে শেষ পর্যন্ত হেরে যেতে হল গুকেশকে। শেষ হাসি হাসলেন কার্লসেনই।
কার্লসেন ম্যাচের পর তাঁর খেলা বিশ্লেষণ করে বলেন যে, 'গুকেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভুল করেছেন। বিশেষ করে এন্ড গেমে। গুকেশ সঠিক সময়ে রুক এক্সচেঞ্জ বা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেননি, যার ফলে তাঁর খেলার পজিশন অনেকটাই দুর্বল হয়ে পড়ে। একসময়, গুকেশের কাছে ম্যাচটি ড্র করার সুযোগ ছিল, তবে তিনি তখন জেতার আশায় একের পর এক ভুল পদক্ষেপ নেন। সেই ভুলই তাঁর পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।'
এন্ড গেমে অর্থাৎ খেলার একদম শেষ পর্যায়ে গুকেশের কিছু ভুলের ব্যাপারে কার্লসেন বলেন, 'এন্ড গেমে গুকেশ সঠিক চাল দিচ্ছিলেন না। তিনি সঠিক সময়ে রুক এক্সচেঞ্জ করতে পারতেন, যার ফলে ম্যাচটি ড্র হয়ে যেত। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন অতিরিক্ত কিছু করার এবং সেটাই তাঁর পরাজয়ের কারণ।' কার্লসেন আরও বলেন, 'গুকেশের বিরুদ্ধে আমার একটি বড় সুবিধা ছিল। আর সেটা হল সময়ের ব্যবধান। যখন খেলোয়াড়রা চাপের মধ্যে পড়েন এবং ভুল করেন, তখন তাঁরা পুরোপুরি ভেঙে পড়েন, আর আমি তখন সুযোগটা কাজে লাগাই। গুকেশের ক্ষেত্রেও সেটাই করেছি।'
ম্যাচ শেষে হেরে গেলেও গুকেশ অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে তাঁর পরাজয়ের পরও তিনি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছেন এবং পরবর্তী প্রতিপক্ষ হবে ফ্যাবিয়ানো ক্যারুয়ানা। অন্যদিকে, ম্যাগনাস কার্লসেন কোয়ার্টার ফাইনালে খেলবেন নোদিরবেক আব্দুসাত্তোরভের বিরুদ্ধে। অর্থাৎ, নিজেদের ম্যাচ জিতলে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দু'জনের। সেক্ষেত্রে বদলা নেওয়ার সুযোগ পাবেন ভারতের গুকেশ।