শেষ আপডেট: 18th April 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে তুমুল বৃষ্টি, যা ভাবাই যায় না। ৭৫ বছরের ইতিহাসে দুবাইতে সর্বকালীন বৃষ্টি হচ্ছে। যার পরিমাণ ২৫৯.৫ মিলিমিটার। দুবাই বিমানবন্দরে জল থইথই করছে। এমন অবস্থা যে, দুবাই থেকে মোট ৩০০টি বিমান বাতিল করতে হয়েছে।
এমন পরিস্থিতি ভয়াবহ। আতঙ্কিত দুবাইবাসী। বহু যাত্রীর মধ্যে ভারতের দুই কুস্তিগিরও আটকে পড়েছেন। এশিয়ান অলিম্পিক্স যোগ্যতাপর্বের ম্যাচে নামার কথা রয়েছে ভারতের দুই কুস্তিগিরের। দীপক পুনিয়ার নামবেন ৮৬ কেজি বিভাগে। আর ৬৫ কেজি বিভাগে নামার কথা রয়েছে সুজিত কলকলের। কিন্তু তাঁরা আদৌ বুঝতে পারছেন না কিরঘিজস্তানের বিশশেখে পৌঁছতে পারবেন কিনা।
শুক্রবার সকাল আটটা থেকে প্রতিযোগিতা শুরু হবে। তার আগে দেশের দুই নামী কুস্তিগির দুবাই থেকে কোনও বিমান ধরে কিরঘিজস্তানে যেতে পারবেন কিনা, সেই নিয়ে জল্পনা অব্যাহত।
সুজিতের বাবা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমাদের ছেলেরা দুবাইতে ভাল অবস্থায় নেই। ভাল করে খাবার পাইনি। বিমানবন্দরের মেঝেতে শুয়েছিল সারা রাত। শুক্রবার সকালে ওদের বিমান ধরার কথা, জানি না সেই অবস্থা আছে কিনা।
ভারতের দুই কুস্তিগির ছাড়াও ভিনেশ ফোগতও দিল্লি থেকে দুবাইতে গিয়ে আটকে পড়েছেন। তিনিও এশিয়ান প্রতিযোগিতায় নামবেন। দীপক ও সুজিত, দুই তারকাই রাশিয়ায় প্রস্তুতি সারছিলেন। তাঁদের দুবাই থেকেই কিরঘিজস্তান যাওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের বন্যাতেই ফেঁসে গিয়েছেন তাঁরা।