শেষ আপডেট: 28th October 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি বছর থেকেই বন্ধ করে দেওয়া হল ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হল, আসুন জেনে নেওয়া যাক।
মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এর পরিবর্তে অর্জুন লাইফটাইম পুরস্কার দেওয়া শুরু হবে। প্রসঙ্গত, ২০০২ সালে ভারতের কিংবদন্তী হকি তারকা, মেজর ধ্যানচাঁদের নামে এই পুরস্কার চালু করা হয়েছিল। অলিম্পিক গেমস, প্যারালিম্পিক গেমস, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী কৃতী অ্যাথলিটদের এই পুরস্কার দেওয়া হত। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ২০২৪ সালের খেলাধুলোর জগতে জাতীয় পুরস্কারের জন্য আবেদন করা যেতে পারে।
উল্লেখ্য ২০২৩ সালে এই পুরস্কার ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা মঞ্জুষা কুনওয়ার, প্রাক্তন হকি তারকা বিনীত কুমার এবং কবাডি খেলোয়াড় কবিতা সেলভরাজের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, খেলাধুলোর জগতে বিভিন্ন প্রকল্পে যে পুরস্কার প্রদান করা হয়, তা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। সেকারণেই ধ্যানচাঁদ পুরস্কারের পরিবর্তে অর্জুন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শুরু করা হচ্ছে। পাশাপাশি যে সকল কোচেরা একেবারে তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনবেন এবং তাঁদের প্রশিক্ষণ দেবেন, তাঁদের দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত করা হবে।
ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে অর্জুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার শুরু হয়ে গিয়েছে। খেলোধুলোর উন্নতিতে আজীবন যোগদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি খেলো ইন্ডিয়া প্রকল্পকে আরও উৎসাহিত করার জন্য খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় স্তরে শীর্ষ পারফরম্য়ান্সের জন্য সেই বিশ্ববিদ্যালয়কে মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফি দেওয়া হবে।