শেষ আপডেট: 5th January 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। সিডনি টেস্ট ম্যাচে ৬ উইকেটে পরাজয়ের পাশাপাশি ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিও হাতছাড়া হয়ে গিয়েছে। এই সিরিজে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে। ইতিমধ্যে ভারতের প্যারা শাটলার মানসী জোশীর একটি মন্তব্য রোহিত-বিরাটদের কাটা ঘায়েই কার্যত নুনের ছিটে দিয়েছে।
সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল এক্স-য়ে সম্প্রতি মানসী একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'ক্রিকেটের জন্য যে অর্থ বরাদ্দ করা রয়েছে, তার থেকে খানিকটা প্যারা স্পোর্টসকেও দয়া করে দাও। আমরা অনেক ভাল পারফরম্যান্স করব।'
মানসী কথাটা একেবারেই ভুল বলেননি। ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ভারত থেকে মোট ৮৪ অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে টিম ইন্ডিয়া সাতটি সোনার পদক, ন'টি রুপোর পদক এবং ১৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে। ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা ছিল ২০। তবে এবার সেটা বেড়ে ২৯-এ দাঁড়িয়েছে।
Cricket ka thoda funding para sports mein daalo plz. Hum better results dete hai#INDvsAUS
— Manasi Joshi (@joshimanasi11) January 3, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের সিঙ্গলস ক্যাটেগরিতে (SL3) মানসী জোশী বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন। বর্তমানে SL3 ক্যাটেগরিতে তিনি সাত নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া SL3-SU5 সেকশনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।
অন্যদিকে, সিডনি টেস্ট ম্যাচ হারার পাশপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠারও যাবতীয় দরজা টিম ইন্ডিয়ার সামনে বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই যে তারা টেস্ট সিরিজ হেরেছে, তা নয়। দেশের মাটিতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।