শেষ আপডেট: 12th November 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমায় কমেডিয়ান রাজপাল যাদবের অবদান অনস্বীকার্য। ইতিমধ্যে তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আছে যথেষ্ট নাম-ডাকও। সম্প্রতি তাঁকে ভুলভুলাইয়া ৩ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে।
এই সিনেমার প্রোমোশন করতেই 'দ্য কপিল শর্মা শো' অনুষ্ঠানে এসেছিলেন রাজপাল যাদব। এই একই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের সোনাজয়ী প্যারালিম্পিয়ান নভদীপ সিংকেও। গোটা অনুষ্ঠান জুড়েই যথেষ্ট হাসিঠাট্টা হয়।
ইতিমধ্যে রাজপাল যাদব আবার নভদীপকে বলেন যে এমন একটা চরিত্র নিয়ে তিনি সিনেমা করতে চান। হাসির মেজাজেই পাল্টা উত্তর দেন নভদীপ। তিনি বলেন, 'ধন্যবাদ স্যার। আমাদের দুজনের উচ্চতায় সামান্যই পার্থক্য রয়েছে। একটু এদিক-ওদিক হলেই আমরা একসঙ্গে খেলতে পারতাম।' ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
The Viral Roast clash between Rajpal Yadav & Navdeep singh. ☠️ pic.twitter.com/cM32JTuZqo
— BILLIONAIRE MINDSET (@intmindset1) November 10, 2024
প্রসঙ্গত, ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে নভদীপ সিং এফ-৪১ ক্যাটেগরির জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই ইভেন্টে তিনি সোনার পদক জয় করেন। নভদীপ ভারতের প্রথম প্যারালিম্পিয়ান যিনি এই ইভেন্টে সোনার পদক জিতলেন। আর এই পদক জয়ের পর থেকেই গোটা দেশে সেলিব্রিটি তকমা পেয়েছেন তিনি। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।