শেষ আপডেট: 16th September 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে দাপুটে জয়লাভ করল ভারতীয় হকি দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৪-১ গোলে জয়লাভ করেছে। টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চিন খেলতে নেমেছিল। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আবার চিন জয়লাভ করেছে। অর্থাৎ, টুর্নামেন্টের ফাইনালে চিনের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
এই ম্যাচের শুরু থেকেই ভারতীয় হকি দল দাপুটে পারফরম্যান্স করে। ম্যাচের ১৩ মিনিটে টিম ইন্ডিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন উত্তম সিং। প্রথম কোয়ার্টারে অসাধারণ একটি ফিল্ড গোলে টিম ইন্ডিয়াকে এগিয়ে দেন তিনি।
তবে এই গোলটির আগে কোরিয়ার সার্কেলে ভারতীয় ফরোয়ার্ডদের একাধিক নিখুঁত পাস দেখতে পাওয়া যায়। অবশেষে ডান দিক থেকে দুর্দান্ত একটি ক্রস বাড়ালেন জার্মানপ্রীত সিং। কোরিয়ার গোল পোস্টের সামনেই অপেক্ষা করছিলেন উত্তম। বলটা পেয়ে তিনি অবশ্য কোনও ভুল করেননি।
ম্যাচের ১৯ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এবার গোল করলেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। পেনাল্টি কর্নার থেকে টিম ইন্ডিয়া এই গোলটি করতে পেরেছে।
মনপ্রীত সিং পেনাল্টি কর্নার অর্জন করার পর শট নিতে আসেন হরমনপ্রীত। কিন্তু, প্রথম সুযোগে তিনি গোল করতে পারেননি। তবে ভারত আরও একটি পেনাল্টি কর্নার পায়। দ্বিতীয় প্রচেষ্টায় টিম ইন্ডিয়ার এই ড্র্যাগ ফ্লিকার দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেন। ম্যাচের হাফ টাইমে ভারতীয় হকি দল ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল ভারতীয় হকি দলের। এবার গোল করলেন জার্মানপ্রীত সিং। হাফলাইন থেকে অসাধারণ একটি স্কুপ করেন সুমিত। কোরিয়ার সার্কলের ঠিক বাইরে থেকে জার্মানপ্রীত বলটা সংগ্রহ করলেন। এরপর তিনি সোজা নেটের জালে বলের ঠিকানা লিখে দেন। যদিও এক মিনিটের মধ্যেই কোরিয়া একটি গোল পরিশোধ করে। ৩৩ মিনিটে কোরিয়ার হয়ে প্রথম গোলটি পেনাল্টি কর্নার থেকে এসেছে।
কোরিয়ার ড্র্যাগ ফ্লিকার ইয়াং জিহুন নিখুঁত একটি শট বাড়ালেন। ভারতের ডিফেন্সকে চিরে বলটা জালে জড়িয়ে যায়। আর সেইসঙ্গে কোরিয়া কিছুটা হলেও ব্যবধান কমাতে পারল। ম্যাচের ফলাফল দাঁড়াল ভারত ৩-১ কোরিয়া।
তৃতীয় কোয়ার্টারের একেবারে অন্তিম লগ্নে কোরিয়ার গোলরক্ষক কিম হলুদ কার্ড দেখলেন। সার্কেলের বাইরে হাত দিয়ে বল ধরার জন্য় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। আরও একটা পেনাল্টি কর্নার পায় ভারতীয় হকি দল। আর এই সুযোগটা হাতছাড়া করেনি ভারত। দলের হয়ে চতুর্থ গোলটিও অধিনায়ক হরমনপ্রীত করলেন। তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ৪-১ গোলে এগিয়ে যায়।
চতুর্থ কোয়ার্টারে দুটো দলই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তোলে। ব্যবধান কমানোর জন্য কোরিয়ার হকি খেলোয়াড়রা ভারতীয় শিবিরে ক্রমাগত আঘাত হানতে শুরু করেন। হাতে ১৫ মিনিট সময় বাকি থাকায়, ভারতের তিন গোলের লিড কোরিয়াকে ক্রমশ চাপে ফেলতে শুরু করে।
ম্যাচের ৫০ মিনিটে ভারতের সামনে আবার লিড বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু, সার্কেলের মধ্যে থেকেও সেটা মিস করেন অভিষেক। তাঁর শট কোরিয়ার গোল-রক্ষক আটকে দেন। ৫২ মিনিটে গ্রিন কার্ড দেখলেন ভারতের হকি তারকা অমিত রোহিদাস। কয়েক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়। পাশাপাশি গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল কোরিয়া। কিন্তু, পেনাল্টি কর্নারকে তারা কাজে লাগাতে পারল না। শেষপর্যন্ত কোনও দলই আর গোল করতে পারেনি। কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত।