শেষ আপডেট: 17th September 2024 11:42
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে। এখনও পর্যন্ত তারা অপরাজিত থেকেই ফাইনালের রাস্তা প্রশস্থ করেছে। এবার ফাইনাল ম্যাচে চিনের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় হকি দলকে।
এই ম্যাচ জিতলে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করতে পারবে। আসুন, দেখে নেওয়া যাক, ভারত এবং চিনের মধ্যে কোন দলের পাল্লা ভারী।
২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনও পর্যন্ত একটাও ম্যাচে পরাস্ত হয়নি। টুর্নামেন্টের লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া চিনকে ৩-০, জাপানকে ৫-১, মালয়েশিয়াকে ৮-১, দক্ষিণ কোরিয়াকে ৩-১ এবং পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে উঠেছিল। এরপর শেষ চারের লড়াইয়ে ভারতীয় হকি দল দক্ষিণ কোরিয়াকে আবারও ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে।
ভারত এবং চিনের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৩ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় হকি দল ১৭ ম্যাচে জয়লাভ করেছে। আর চিন মাত্র তিনটে ম্যাচ জিতেছে। বাকি তিনটে ম্যাচ ড্র হয়েছে। যদি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলতে হয়, তাহলে ভারত এবং চিনের মধ্যে মোট ৬ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে পাঁচটি ম্যাচেই টিম ইন্ডিয়া জয়লাভ করেছে।
২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে।