শেষ আপডেট: 23rd October 2024 18:18
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ জহর কাপে টানা তিন ম্য়াচ জয়ের পর অবশেষে মুখ থুবড়ে পড়ল ভারতীয় হকি দল। বুধবার (২৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্য়াচে তারা ০-৪ ব্যবধানে পরাস্ত হয়েছে।
ম্যাচের শুরু থেকেই ভারতের জুনিয়র হকি দল কার্যত খেই হারিয়ে ফেলেছিল। ২৯ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম গোল করেন প্যাট্রিক অ্যান্ড্রিউ। হাফটাইমে আশা করা হয়েছিল, টিম ইন্ডিয়া এই ম্য়াচে হয়ত কামব্যাক করতে পারবে। কিন্তু, ৩৩ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান বাড়ালেন দাইকিন।
তৃতীয় কোয়ার্টারের ৬ মিনিট বাকি থাকতেই নিজের দ্বিতীয় গোলটি করলেন দাইকিন স্টেঙ্গার। সেইসঙ্গে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষপর্যন্ত হ্যাটট্রিক করলেন তিনি। চলতি জহর কাপে এই প্রথম কোনও ম্য়াচ হারল ভারতীয় হকি দল।
অন্যদিকে, ভারতের সিনিয়র হকি দলের কাছেও দিনটা একেবারে ভাল কাটল না। বুধবার দিল্লির ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে ২ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে। সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ০-২ ব্যবধানে হেরে গিয়েছে।
শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল জার্মান হকি তারকারা। ৪ মিনিটের মাথায় প্রথম গোলটা করেন হেনরিক মার্টজেন্স। টিম ইন্ডিয়া সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়। দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষবেলায় লুকাস উইন্ডফেডার পেনাল্টি কর্নার থেকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় গোলটা করলেন। বৃহস্পতিবার এই সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। সেখানে টিম ইন্ডিয়া সমতা ফেরাতে পারে কি না, এখন সেটাই দেখার।