শেষ আপডেট: 4th December 2024 23:20
দ্য ওয়াল ব্যুরো : পুরুষদের জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় হকি দল। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৫-৩ গোলে জয়লাভ করেছে। এই নিয়ে ভারত তৃতীয়বার খেতাব জয় করল।
এই দলটির কোচিংয়ের দায়িত্বে ছিলেন পিআর শ্রীজেশ। তিনি কোচ হওয়ার পর টিম ইন্ডিয়া এই প্রথমবার কোনও খেতাব জয় করল। সেকারণে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।
ভারতের এই জয়ে অরাইজিৎ সিং হুন্দলের যথেষ্ট অবদান রয়েছেন। এই ম্যাচে তিনি একের পর এক চারটে গোল করেছেন। আর সেকারণেই গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া দুরন্ত জয় হাসিল করেছে।
ম্যাচের ৪ মিনিট, ১৮ মিনিট এবং ৫৪ মিনিটে তিনটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। এছাড়া ৪৭ মিনিটে একটি ফিল্ড গোলও করেন অরাইজিৎ। ভারতের হয়ে বাকি একটি গোল করেন দিলরাজ সিং (১৯ মিনিট)। পাকিস্তানের হয়ে জোড়া গোল করেন সুফিয়ান খান। ম্যাচের ৩০ এবং ৩৯ মিনিটে জোড়া পেনাল্টি কর্নার থেকে একটি করে গোল করেন তিনি। তবে ম্যাচের তৃতীয় মিনিটে হান্নান শাহিদ একটি গোল করেছিলেন।
এই ম্যাচে পাকিস্তান শুরুটা বেশ ভালই করেছিল। তৃতীয় মিনিটেই শাহিদের ফিল্ড গোলে তারা এগিয়ে যায়। কিন্তু, কয়েক সেকেন্ডের মধ্যেই ভারত প্রথম পেনাল্টি কর্নার অর্জন করে। এরপর হুন্দলের শক্তিশালী ড্র্য়াগ ফ্লিক পাক গোলকিপারের ডানদিক ঘেঁষে ভিতরে ঢুকে যায়। সেইসঙ্গে ম্যাচে সমতা ফেরে।
দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় হকি দল নিজেদের পারফরম্য়ান্স অনেকটাই উন্নত করে। ১৮ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার অর্জন করে এবং দ্বিতীয় গোল করেন হুন্দল। এক মিনিট পরই দিলরাজ একটি দুর্দান্ত ফিল্ড গোল করে টিম ইন্ডিয়াকে ৩-১ গোলে এগিয়ে যায়।
ম্যাচের ৩০ মিনিটে পাকিস্তানের হয়ে সুফিয়ান পেনাল্টি কর্নার থেকে গোল করে ২-৩ ব্যবধানে ম্য়াচটা নিয়ে আসেন। এরপর তিনিই আবার ৩৯ মিনিটে আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন। সঙ্গে ম্যাচে আবারও সমতা ফিরে আসে। ভারত অন্তিম কোয়ার্টারে ৪৭ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার অর্জন করে নিয়েছিল। কিন্তু হুন্দলের শট পাকিস্তানের গোলরক্ষক মহম্মদ জঞ্জুয়া আটকে দেন।
তবে কয়েক সেকেন্ড পরই হুন্দল ফিল্ড গোল করে আবারও ভারতকে এগিয়ে দেন। প্রসঙ্গত, ম্যাচের শেষ ১০ মিনিটে ভারতীয় হকি দল পাকিস্তানকে যথেষ্ট চাপে রেখেছিল। ইতিমধ্যে তারা বেশ কয়েকটা পেনাল্টি কর্নারও হাসিল করে। ইতিমধ্যে হুন্দল আরও একবার অসামান্য ভ্যারিয়েশন শটে গোল করে ভারতের ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সেমিফাইনালে ভারত মালয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছিল। পাকিস্তান প্রথম সেমিফাইনালে জাপানকে ৪-২ গোলে পরাস্ত করে।