শেষ আপডেট: 27th September 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: ভারত বরাবরই ক্রিকেটপ্রেমী দেশ। কিন্তু, অন্য খেলাগুলো এই দেশে কার্যত দুয়োরানি হয়েই থাকে। তালিকায় রয়েছে একাধিক নাম। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, আরও কত কী! গত কয়েকবছরে খেলাগুলো কিছুটা জনপ্রিয় হলেও, খেলোয়াড়রা আজও পরিচিতির অন্ধকারেই রয়ে গিয়েছেন।
সম্প্রতি সেই দুঃখের কথাই শেয়ার করলেন টিম ইন্ডিয়ার হকি তারকা হার্দিক সিং। ভারতীয় হকি দলের মিডফিল্ডার একটি ঘটনার প্রসঙ্গ টেনে বললেন, আজকাল লোকে ডলি চাওয়ালার সঙ্গে সেলফি তুলতে ভালোবাসে। কিন্তু, যে খেলোয়াড়রা দেশের জন্য পদক জয় করে অধিকাংশ লোকজনই তাঁদের নামে চেনেন না।
সম্প্রতি একটি পডকাস্ট শো'য়ে হার্দিক বললেন, 'আমি নিজের চোখে দেখেছি। আমি, হরমনপ্রীত (সিং) আর মনদীপ (সিং) একসঙ্গে দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলাম। ওখানে ডলি চাওয়ালাও দাঁড়িয়ে ছিল। কিন্তু, লোকজন আমাদের চিনতেই পারল না। সবাই ডলি চাওয়ালার সঙ্গেই সেলফি তুলতে ব্যস্ত ছিল। আমরা খানিকটা অপ্রস্তুত হয়েই একে অপরের দিকে তাকাচ্ছিলাম।'
আসলে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া তারকাদের নিয়ে গোটা দেশে যে লাফালাফি চলছে, তা দেখে কার্যত হতাশ হার্দিক। তিনি আরও যোগ করেন, '১৫০-র বেশি গোল করেছেন হরমনপ্রীত। অন্যদিকে, মনদীপও ১০০-র বেশি গোল করেছেন।'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় ডলি চাওয়ালা। চা বানানোর প্রক্রিয়া একটু আলাদা হওয়ার কারণে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এমনকী, বিল গেটসকেও তিনি চা পরিবেশন করেছিলেন। কিন্তু, অলিম্পিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চে পরপর পদক জয় করেও, দেশবাসীর হৃদয়ে জায়গা করতে পারেননি ভারতের হকি তারকারা।
হার্দিকের কথায়, 'একজন অ্যাথলিটের কাছে অর্থ এবং জনপ্রিয়তা, দুটোই এক। কিন্তু, দেশের সমর্থকরা যখন আপনার খেলা দেখেন এবং প্রশংসা করেন, তার থেকে বড় আর কিছু হতে পারে না। একজন অ্যাথলিটের কাছে এর থেকে বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না।'