কুশ মাইনি
শেষ আপডেট: 11th March 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: ফর্মুলা ওয়ানের দুনিয়ায় ফের এক ভারতীয়। নাম কুশ মাইনি। এতদিন ফর্মুলা টু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। এবার লক্ষ্য ফর্মুলা ওয়ান।
কুশের আগে দুজন ভারতীয়কে স্টিয়ারিং হাতে ফর্মুলা ওয়ানে দেখা গিয়েছিল। করুণ চন্দক ও নারায়ণ কার্তিকেয়ন—দুই ড্রাইভারের পর এবার বছর চব্বিশের ড্রাইভারকে রেসিং দুনিয়ায় নামতে দেখা যাবে।
কুশ মাইনিকে বেছে নিয়েছে ফর্মুলা ওয়ান টিম ‘অ্যালপাইন’। তবে প্রথম দলে নয়, ভারতীয় ড্রাইভারকে রিজার্ভ টিমের সদস্য ও টেস্ট ড্রাইভার হিসেবে নির্বাচন করা হয়েছে। উল্লেখ্য, অ্যালপাইনের অ্যাকাডেমির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন কুশ। নেমেছেন ফর্মুলা টু-এ। এবার ফ্র্যাঙ্কো কোলাপিন্টো, রায়ো হিরাকাওয়া এবং পল অ্যারনের সঙ্গে হাতে হাত মিলিয়ে রিজার্ভ দলের দায়িত্ব সামলাবেন তিনি। প্রধান ড্রাইভার হিসেবে অ্যালপাইনের তরফ থেকে দুজনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের একজন অস্ট্রেলিয়ার জ্যাক ডু্হান। অন্যজন ফ্রান্সের পিয়েরি গ্যাসলি।
অ্যালপাইন তাদের সোশ্যাল মিডিয়ায় কুশ সম্পর্কে লিখেছে, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই, ২০২৫ সালের জন্য আমাদের অ্যাকাডেমি ড্রাইভার টেস্ট ও রিজার্ভ ড্রাইভারের তালিকায় যোগ দিয়েছেন। ২৪ বছরের কুশ মাইনির জন্ম ভারতের কর্ণাটকে। ২০২৩ সালের অক্টোবর মাসে অ্যালপাইন অ্যাকাডেমিতে যোগ দেন। ইতিমধ্যে ফর্মুলা ২ চ্যাম্পিয়নশিপ খেলে ফেলেছেন। জিতেছেন পাঁচটি খেতাব। তার মধ্যে হাঙ্গেরি ওপেনেও জয়লাভ করেছেন।’ গত বছর ফর্মুলা ২ বিভাগে ১৩তম স্থানে শেষ করেন কুশ। দ্বিতীয়বার রেসে নেমেছিলেন তিনি।