শেষ আপডেট: 9th September 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপে কার্যত ইতিহাস কায়েম করলেন ভারতীয় বক্সার দীপালি থাপা। আবু ধাবিতে আয়োজিত সেমি ফাইনাল ম্যাচে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। কাজাখস্তানের বক্সার অ্যানেলিয়া ওর্ডবেককে হারিয়ে তিনি ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন। অবশেষে ইউক্রেনের প্রতিপক্ষ ল্যুডমিলা ভাসিলচেঙ্কোকে হারিয়ে সোনার পদক জয় করেন দীপালি।
দীপালি থাপা এবং ল্যুডমিলা ভাসিলচেঙ্কোর মধ্যে ৩৫ কিলোগ্রাম ক্যাটেগরিতে কাঁটায়-কাঁটায় টক্কর দেখতে পাওয়া যায়। এই ম্যাচে দীপালি নিজের মাথা ঠাণ্ডা রেখে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করেন। শেষপর্যন্ত এশিয়ান স্কুল বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি সোনার পদক জয় করলেন। প্রসঙ্গত, ভারতের প্রথম বক্সার হিসেবে দীপালি এই চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করলেন।
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইরান, ইরাক এবং চিন সমেত মোট ২৬টি দেশ অংশগ্রহণ করেছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়রা মোট ১৫টি পদক জয় করেছেন।
দীপালি থাপার কোচ অজয় কুমার বললেন যে ইতিপূর্বে তাঁর ছাত্রী সোনার পদক জয় করেছিলেন। নয়ডায় আয়োজিত সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি সোনার পদক জয় করেছিলেন। এরপর ভারতীয় শিবিরে তাঁর নাম নির্বাচন করা হয়। পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। অবশেষে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাস কায়েম করলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে বক্সিং কেরিয়ার শুরু করেছিলেন দীপালি থাপা। কিন্তু, সেইসময় দীপালির ওজন যথেষ্ট কম ছিল। সেকারণে তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু, পরের বছই তিনি রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।