শেষ আপডেট: 28th October 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় অ্যাথলিটরা। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৯ পদক চলে এসেছে।
সম্প্রতি এই টুর্নামেন্টে পুরুষদের ফ্রি-স্টাইল (৫৭ কেজি) ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিলেন ভারতের চিরাগ চিকারা। ফাইনাল ম্যাচে কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বী আবদিমালিক কারাচোভের বিরুদ্ধে লড়াই করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত চিকারা ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছেন।
২০২৪ প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী আমন শেহরাওয়াত এই অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছিলেন। এরপর দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনার পদক জিতলেন চিকারা।
২০২২ সালে এই একই ক্যাটাগরিতে সোনার পদক জয় করেছিলেন শেহরাওয়াত। এই টুর্নামেন্টে ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে সোনার পদক জয় করেছিলেন রীতিকা হুডা। গত বছর ৭৬ কেজি ক্যাটাগরিতে তিনি এই পদক জয় করেন।
পাশাপাশি ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয় করেন রবি কুমার দাহিয়া।
এবারের এই টুর্নামেন্টে দাপুটে পারফরম্য়ান্স করেন চিকারা। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি গৌকোতো ওজামাকে ৬-১ ব্যবধানে পরাস্ত করেছিলেন। শেষ আটের লড়াইয়ে তিনি হারান ইউনুস ইয়াভবাতিরোভকে ১২-২ ব্যবধানে। সেমিফাইনালে তিনি অ্যালান ওরালবেককে পরাস্ত করেন।