শেষ আপডেট: 7th January 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই ভারতে বসতে চলেছে আন্তর্জাতিক জ্যাভলিনের আসর। প্রত্যাশিতভাবে যেখানে প্রধান মুখ হতে চলেছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। জানাল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)। সংস্থা সূত্রে খবর, চলতি বছরের সেপ্টম্বর মাসে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এএফআই সভাপতি আদিল সুমারিওয়ালা জানান, ভারতে ২০২৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ২০২৭ সালে ওয়ার্ল্ড রিলে অনুষ্ঠিত করার জন্য ফেডারেশন ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে। এ বছর জ্যাভলিনের আসরকে তারই মহড়া হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আগামী পরিকল্পনার বিষয়ে তাঁর বক্তব্য, ‘সারা বিশ্বের সেরা ১০ জন জ্যাভলিন খেলোয়াড় এতে অংশ নেবেন। সেখানে নীরজও থাকবেন।’ নিছক প্রতিযোগী নয়, আয়োজক সংস্থার অন্যতম উদ্যোক্তা হিসেবেও ভূমিকা নিতে চলেছেন ভারতের সোনার ছেলে! জেএসবি নামে এক বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এএফআই। সেখানে নীরজও রয়েছেন।
সুমারিওয়ালার মতে, নীরজের সোনার পদক জয় দেশের আমজনতার মধ্যে জ্যাভলিন নিয়ে আগ্রহ তৈরি করেছে। ইতিমধ্যে ৭ আগস্ট (পদকপ্রাপ্তির দিন)-কে ‘ন্যাশনাল জ্যাভলিন ডে’ হিসেবেও ঘোষণা করা হয়েছে। জনগণের এই উন্মাদনা আর আবেগকেই কাজে লাগাতে চাইছেন তাঁরা।
এর পাশাপাশি পাইপলাইনে রয়েছে আরও বড় মাপের বেশ কিছু টুর্নামেন্ট। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ (২০২৮), ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (২০২৯), ওয়ার্ল্ড রিলে (২০২৭) তার মধ্যে অন্যতম। এখনও কিছু চূড়ান্ত হয়নি। কিন্তু হেভিওয়েট আসরগুলি যাতে ভারতে বসে, তার জন্য কোমর বেঁধে নেমেছে এএফআই। সবেরই প্রস্তাব পাঠানো হয়েছে। এখন শিকে ছেঁড়ার অপেক্ষা!