শেষ আপডেট: 4th September 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা দুর্দান্ত পারফরম্যান্স করছেন। এই টুর্নামেন্টের ষষ্ঠ দিন ভারতীয় অ্যাথলিটরা মোট পাঁচটি পদক জয় করেছেন। এই পাঁচটি পদকের পাশাপাশি ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২০। ইতিপূর্বে কোনও প্যারালিম্পিক ইভেন্টে ভারত এই সংখ্যক পদক জয় করতে পারেনি। প্রসঙ্গত, ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ১৯টি পদক জয় করেছিল।
এই টুর্নামেন্টের ষষ্ঠ দিনে ভারতীয় অ্যাথলিটরা মোট পাঁচটি পদক জয় করেছে। প্রথম পদকটি ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দীপ্তি জীবাঞ্জি জয় করেন। এই ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এরপর পুরুষদের এফ-৪৬ ক্যাটাগরির জ্যাভেলিন থ্রো ইভেন্টে ভারতের দুই অ্যাথলিট পদক জয় করেছেন। এই ইভেন্টে অজিত সিং রুপো এবং সুন্দর সিং গুর্জর ব্রোঞ্জ পদক জয় করেছেন।
পুরুষদের টি-৪২ ক্যাটাগরির হাই জাম্প ইভেন্টেও ভারতের দুই অ্যাথলিট দুর্দান্ত পারফরম্যান্স করে রুপো এবং ব্রোঞ্জ পদক জয় করেছেন। একদিকে যেখানে শরদ কুমার রুপো জিতলেন, অন্যদিকে মারিয়াপ্পান থাঙ্গাবেলু ব্রোঞ্জ পদক জয় করলেন। এই ইভেন্টে ভারতীয় অ্যাথলিট রিঙ্কু পঞ্চম স্থান অর্জন করেন।
এবারের প্যারালিম্পিক্স টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। গত ২ দিনে ভারতীয় অ্যাথলিটরা মোট ১৩টি পদক জয় করেছেন। অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টনে ভারত পাঁচটি করে পদক জয় করেছে। ২০ পদক জয় করে ভারত আপাতত পয়েন্ট তালিকায় ১৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চিন, দ্বিতীয় স্থানে ব্রিটেন এবং আমেরিকা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।