শেষ আপডেট: 13th December 2024 21:33
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা রূপকথার মতো। তার পর যে পুরস্কার পেলেন ডি গুকেশ তা অমূল্য। তবু এই ধরনের চ্যাম্পিয়নশিপে পুরস্কারের তো একটা অর্থমূল্য থাকে, তা ভারতীয় মুদ্রায় কত টাকা?
ডি গুকেশের হাত ধরে বিশ্ব দাবার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মাত্র ১৮ বছর বয়সে ভারতের এই তরুণ দাবাড়ু সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। রাশিয়ার গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভের রেকর্ডও ভেঙে দিয়েছেন গুকেশ। কাসপারভ ২২ বছর বয়সে এই শিরোপা জিতেছিলেন।
কত পুরস্কার অর্থ জিতলেন গুকেশ?
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রতিটি রাউন্ডে জয়ের জন্য ২,০০,০০০ মার্কিন ডলার (প্রায় ১.৬৯ কোটি টাকা) পুরস্কার নির্ধারিত ছিল। গুকেশ তিনটি ম্যাচ জিতে ৬,০০,০০০ ডলার (প্রায় ৫.০৭ কোটি টাকা) পুরস্কার হিসাবে পেয়েছেন। অন্যদিকে, লিরেন দুটি ম্যাচ জিতে ৪,০০,০০০ ডলার (প্রায় ৩.৩৮ কোটি টাকা) পেয়েছেন।
বাকি ১.৫ মিলিয়ন ডলার (প্রায় ১২.৬৮ কোটি টাকা) সমানভাবে দুই প্রতিযোগীর মধ্যে ভাগ হবে। এতে গুকেশের পুরস্কারের মোট অর্থ দাঁড়িয়েছে ১.৩৫ মিলিয়ন ডলার (প্রায় ১১.৪৫ কোটি টাকা), আর লিরেন পেয়েছেন ১.১৫ মিলিয়ন ডলার (প্রায় ৯.৭৫ কোটি টাকা)।
গুকেশের আগে ভারতের একমাত্র বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ছিলেন বিশ্বনাথন আনন্দ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন,“এটা ঐতিহাসিক এবং কিছুটা অপ্রত্যাশিত। ঐতিহাসিক কারণ, গুকেশ সবচেয়ে কনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। আর অপ্রত্যাশিত কারণ, ২০ মিনিট আগেও মনে হচ্ছিল ফাইনাল টাইব্রেকারে গড়াবে। তাঁর কথায়, “গুকেশ শুধু কনিষ্ঠতম চ্যাম্পিয়নই হননি, বরং তাঁর দৃঢ় মনোযোগ এবং কঠোর পরিশ্রম একটা দৃষ্টান্ত তৈরি করেছে।”
গুকেশের এই সাফল্য ভারতীয় দাবা অঙ্গনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে এবং তাকে বিশ্ব দাবার মানচিত্রে আরও উজ্জ্বলতার সঙ্গে প্রতিষ্ঠা করেছে।