শেষ আপডেট: 4th January 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে। হকি ইন্ডিয়ার প্রাক্তন কোচ জগবীর সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হন। আপাতত চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, জগবীরের আশঙ্কা এখনও যথেষ্ট আশঙ্কাজনক। যোগাযোগ করা হয়েছে পরিবারের সঙ্গেও।
প্রসঙ্গত, ভারতীয় হকি দলের হয়ে ২ বার অলিম্পিক্স টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন জগবীর সিং। সম্প্রতি তিনি হকি ইন্ডিয়া লিগের দল টিম গোনাসিকার সঙ্গে দিল্লি এসেছিলেন। দিল্লিতেই একটি ট্রেনিং সেশনের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পাশাপাশি নিঃশ্বাস নিতেও যথেষ্ট সমস্যা হচ্ছিল।
এই পরিস্থিতিতে তাঁকে দিল্লির অ্য়াপোলো হাসপাতালের ICU বিভাগে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষার পর দেখা গিয়েছে, তাঁর হার্টের ধমনীতে জোড়া ব্লকেজ রয়েছে। অপারেশন করানো দরকার। সার্জারির সময়েই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, উত্তর প্রদেশের আগ্রায় এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন ৫৯ বছর বয়সি জগবীর সিং। তিনি দেশের একজন প্রাক্তন অলিম্পিয়ান। ১৯৮৮ এবং ১৯৯২ সালে তিনি যথাক্রমে সিওল এবং বার্সেলোনা অলিম্পিকে খেলতে গিয়েছিলেন। ভারতের হয়ে তিনি ১৯৮৫ থেকে ১৯৯৬ পর্যন্ত খেলেছেন। জগবীরের বাবা দর্শন সিংও ভারতের হয়ে হকি খেলতেন।