শেষ আপডেট: 10th October 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্ট ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং করলেন হ্যারি ব্রুক। মাত্র ৩১২ বলে তিনি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাই দ্বিতীয় দ্রুততম ত্রি-শতরান। তবে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।
২৭৮ বল - বীরেন্দ্র সেহওয়াগ বনাম দক্ষিণ আফ্রিকা, চেন্নাই, ২০০৮
৩১০ বল - হ্যারি ব্রুক বনাম পাকিস্তান, মুলতান, ২০২৪
৩৬২ বল - ম্যাথিউ হেডেন বনাম জিম্বাবোয়ে, পার্থ, ২০০৩
৩৬৪ বল - বীরেন্দ্র সেহওয়াগ বনাম পাকিস্তান, মুলতান ২০০৪
৩৮১ বল - করুণ নায়ার বনাম ইংল্যান্ড, চেন্নাই, ২০১৬
৩৮৯ বল - ডেভিড ওয়ার্নার বনাম পাকিস্তান, অ্যাডিলেড, ২০১৯
৩৯৩ বল - ক্রিস গেইল বনাম শ্রীলঙ্কা, গল, ২০১০
প্রসঙ্গত, ৩২২ বলে ৩১৭ রান করেছেন হ্যারি ব্রুক। তাঁর এই ইনিংসে ২৯ বাউন্ডারি এবং তিনটে ছক্কা রয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করে।
ইতিপূর্বে, পাকিস্তান ক্রিকেট দল প্রথম ইনিংসে ৫৫৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। শান মাসুদ, আবদুল্লাহ শফিক এবং সলমান আলি আগা শতরান করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ইতিমধ্যে সিঁটিয়ে গিয়েছে। ৩৩.৩ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে। এই পরিস্থিতিতে মুলতান টেস্ট যে ইংল্যান্ডের হাতের মুঠোয় চলে এসেছে, তা বলাই বাহুল্য।
পাকিস্তানের বিরুদ্ধে এবার ইংল্যান্ড তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে এসেছে। আগেরবার পাকিস্তানের মাটিতে ব্রিটিশ ক্রিকেট দল যখন টেস্ট সিরিজ খেলতে এসেছিল, তখন মেন ইন গ্রিন ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল।