শেষ আপডেট: 23rd October 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: পেশাদার কেরিয়ারের শেষ ম্য়াচটা খেলে ফেললেন ডমিনিক থিয়েম। মঙ্গলবার আর্স্ট ব্যাঙ্ক ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নেমেছিলেন ডমিনিক। এই ম্যাচে লুসিয়ানো দারদেরির কাছে ৭-৬ (৬), ৬-২ ব্যবধানে হেরে যান তিনি।
২০২০ সালের যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। কারণ কবজির চোট সারিয়ে কিছুতেই তিনি নিজের সেরা ফর্মে ফিরতে পারছিলেন না।
৩১ বছর বয়সি এই টেনিস অস্ট্রিয়ান তারকা শেষ ম্য়াচটা ঘরোয়া দর্শকদের সামনে খেলতে নেমেছিলেন। কিন্তু, বিশ্বের তিন নম্বর টেনিস তারকা এই ম্য়াচে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত লিড ধরে রাখতে পারেননি। সেন্টার কোর্ট ছাড়ার আগে সকলেই তাঁকে অভিবাদন জানালেন।
পাশাপাশি তিনবার গ্র্যান্ড স্লামসে রানার্স আপ হয়েছিলেন থিয়েম। ২০১৮ এবং ২০১৯ ফরাসি ওপেন এবং ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেন।
পরের রাউন্ডে দারদেরিকে জ্যাক ড্রেপার কিংবা কেই নিশিকোরির বিরুদ্ধে খেলতে হবে।
অন্যদিকে অ্যালেক্স মিচেলসেনকে ৭-৬ (৪) এবং ৬-৩ ব্যবধানে পরাস্ত করেছেন মার্কোস জিরোঁ। শেষ ১৬ পর্বে তাঁকে অ্যালেক্স জেভরেভের বিরুদ্ধে খেলতে হবে। পাশাপাশি মঙ্গলবার জয়লাভ করেছেন ফ্রান্সেস টিয়াফো, লোরেনজো মাসেটি, গেল মনফিলস এবং টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই অ্যালেক্স ডি মিনাউর।