শেষ আপডেট: 21st October 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: তিরন্দাজি বিশ্বকাপে এক অনন্য রেকর্ড কায়েম করলেন দীপিকা কুমারী। ভারতের এই অভিজ্ঞ মহিলা তিরন্দাজ পঞ্চমবার তিরন্দাজি বিশ্বকাপে রুপোর পদক জয় করলেন। মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে তিনি চিনের লি জিয়াম্য়ানের বিরুদ্ধে ০-৬ ব্যবধানে হেরে যান।
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন দীপিকা। তিন বছর পর আবারও তাঁকে তিরন্দাজি বিশ্বকাপে দেখতে পাওয়া গেল। ইতিমধ্যে দীপিকা ৪ বার অলিম্পিক্স টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। যদিও একবারও পদক জিততে পারেননি তিনি।
এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু, ফাইনাল ম্য়াচে খুব সম্ভবত তাঁর উপর সোনার পদক জয়ের চাপ এসেছিল। টুর্নামেন্টের চতুর্থ বাছাই লি জিয়াম্য়ানের বিরুদ্ধে খেলতে নামেন তিনি। প্যারিস অলিম্পিক্সে এই জিয়াম্যান রুপোর পদক জয় করেছিলেন। এই নিয়ে নবমবার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামেন দীপিকা। ইতিপূর্বে এই টুর্নামেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।
গোটা দেশে একমাত্র দোলা বন্দ্যোপাধ্যায়ই তিরন্দাজি বিশ্বকাপে সোনার পদক জয় করেছেন। ২০০৭ সালে দুবাইয়ে তিনি এই সাফল্য অর্জন করেছিলেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে মেক্সিকোর আলেজান্দ্রা ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন দীপিকা। কিন্তু, সেই জয়ের ধারা তিনি বজায় রাখতে পারলেন না।
ফাইনাল ম্য়াচের প্রথম সেটেই তিনি এক পয়েন্ট (২৬-২৭) হারান। দ্বিতীয় সেটে তিনি কিছুটা হলেও কামব্যাক করতে পেরেছিলেন। তবে লি এই সেটে মনে রাখার মতো পারফরম্য়ান্স করেন। তিনি ৩০ পয়েন্ট সংগ্রহ করেন। এরমধ্যে আবার একটা এক্স-রিং শটও ছিল। ফলস্বরূপ চিনের তিরন্দাজ ২-০ ব্যবধানে এগিয়ে যান।