শেষ আপডেট: 12th December 2024 22:30
দ্য ওয়াল ব্যুরো : বয়স মাত্র ১৮ বছর। ইতিমধ্যেই দাবা খেলায় রচনা করলেন ইতিহাস। ডি গুকেশের নাম ইতিমধ্যেই দেশজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতের এই সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ইতিমধ্যেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে।
বিশ্বজয় করার পরই মা'কে ফোন করলেন ডি গুকেশ। মা-ছেলের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। গুকেশ জানিয়েছেন যে ফোনের ওপারে ছেলের গলা শুনেই কেঁদে ফেলেন ডক্টর পদ্মা। ভারতের এই তরুণ দাবাড়ু জানান, এই সাফল্যের পিছনে তাঁর বাবা-মায়ের অবদান অনস্বীকার্য।
গুকেশ বললেন, 'আমি ঈশ্বরে বিশ্বাস করি। বেশ কয়েকবার ঈশ্বর আমাকে রক্ষাও করেছেন। তবে বিশ্ব চ্যাম্পিয়শিপ জয়ের এই স্বপ্ন আমার থেকেও অনেকটা বেশি ছিল বাবা-মায়ের কাছে।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'গত বছর আমি ক্যান্ডিডেটসের যোগ্যতা অর্জন করতে পারিনি। কিন্তু, তারপরও ঈশ্বর আমাকে এই সুযোগটা দিয়েছেন। আমার মা আগেই বলেছিলেন, দাবা খেলাটা উপভোগ করো। একদিন না একদিন তুমি নিজের স্বপ্ন অবশ্যই পূরণ করবে।'
THE PRECIOUS MOMENT. ????
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 12, 2024
- Gukesh hugging his father aftee creating history. ❤️pic.twitter.com/iLs5aNFIEW
বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করলেও গুকেশ প্রতিদ্বন্দ্বী ডিং লিরেনকে একেবারেই ছোট করলেন না। তিনি বললেন, 'ডিং লিরেন কে, সেটা আমাকে আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। সেকথা সকলেই জানেন। গত কয়েকবছর ধরেই ও বিশ্বের সেরা দাবাড়ুদের তালিকায় নাম লিখিয়েছে। আমার চোখে তো ওই আসল চ্যাম্পিয়ন। সত্যিকারের যোদ্ধার মতো লড়াই করেছে। ডিং এবং ওর দলের জন্য আমার কিছুটা কষ্টই হচ্ছে। আমি নিজের প্রতিদ্বন্দ্বীকে ধন্য়বাদ জানাতে চাই।'