শেষ আপডেট: 17th October 2024 22:36
দ্য ওয়াল ব্যুরো: প্রো কবাডি লিগে নামতে প্রস্তুত বেঙ্গল ওয়ারিয়র্স। ইতিপূর্বে টুর্নামেন্টের সপ্তম মরশুমের শিরোপা তাঁদের মাথায় উঠেছিল। তবে আরও একবার এই টুর্নামেন্টের খেতাব জিততে তারা আত্মবিশ্বাসী।
প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গল ওয়ারিয়র্স। এই মরশুমে তারা নিঃসন্দেহে ভাল স্কোয়াড গড়ে তুলেছে। গত মরশুমের দিকে যদি তাকানো যায়, তাহলে বেঙ্গল ওয়ারিয়র্স ২২-এর মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করেছিল। পাশাপাশি পয়েন্টস টেবিলেও তারা ছিল সাত নম্বরে। যদিও প্লে-অফে তারা উঠতে পারেনি।
তবে এবার বেঙ্গল ওয়ারিয়র্সের আশা, তারা প্রো কবাডি লিগ সিজন ১১-র খেতাব জিততে পারে। তবে এর পিছনে তিনটে কারণ রয়েছে। আসুন সেগুলো আলোচনা করা যাক।
প্রো কবাডি লিগের পঞ্চম মরশুম থেকেই মনিন্দর সিং বেঙ্গল ওয়ারিয়র্সের হয়ে পারফরম্যান্স করছেন। এবারও তিনি দলের লিড রেইডার হতে চলেছেন। তবে এই দলে আরও ২ বিকল্প রেইডার উপস্থিত রয়েছেন। নীতিন কুমার এবং প্রণয় রাণে মনিন্দরকে যোগ্য সঙ্গত দিতে পারেন। সেক্ষেত্রে আশা করা যেতেই পারে যে দলের আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠবে।
প্রো কবাডি লিগ সিজন ১১-য়ে বেঙ্গল ওয়ারিয়র্সকে নেতৃত্ব দেবেন ফজল আত্রাচলী। এই লিগে ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতা আত্রাচলীর মধ্যে রয়েছে। পাশাপাশি পিকেএল ইতিহাসে সবথেকে বেশি ট্যাকল পয়েন্ট (৪৮৬) তিনিই অর্জন করেছেন। ফলে একটা বিষয় স্পষ্ট যে বেঙ্গল ওয়ারিয়র্স ভবিষ্যৎ সাফল্যের কথা চিন্তা করেই ফজলের কাঁধে অধিনায়কত্ব তুলে দিয়েছে। ফজলের অভিজ্ঞতা অবশ্যই এই দলের কাজে লাগবে।
এবারের প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়র্সের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী। এই দলে ফজল আত্রাচলী এবং নীতিশ কুমার দুই শক্তিশালী কর্নার হিসেবে থাকবেন। পিকেএল ১১ মরশুমে এই দু'জন যে অন্যতম শক্তিশালী জুটি হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। অন্যদিকে রাইট কভারে থাকছেন ময়ূর কদম এবং বৈভব গর্জে। পাশাাপাশি লেফট কভারে থাকবেন শ্রেয়স এবং মনজিৎ। দলের রক্ষণ যে বেঙ্গল ওয়ারিয়র্সের অন্যতম সাফল্যের চাবি হবে, তা নিঃসন্দেহে বলা যায়।