শেষ আপডেট: 27th November 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো : অলিম্পিক্সে ভারতের হয়ে জয় করেছিলেন ব্রোঞ্জ পদক বজরং পুনিয়া। কিন্তু, ভারতের এই তারকা কুস্তিগীরকে ৪ বছরের জন্য নির্বাসিত করল জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (NADA)। গত ১০ মার্চ বজরং পুনিয়ার থেকে মুত্রের নমুনা চেয়েছিল NADA। কিন্তু, নমুনা দিতে চাননি বজরং। আর সেকারণেই NADA তাঁকে নির্বাসিত করেছে।
NADA-র এই নির্বাসনের কারণে বজরং পুনিয়া আগামী ৪ বছর পর্যন্ত কোনও কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। এই প্রসঙ্গে বজরংয়ের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, যে কিট দিয়ে পরীক্ষা হবে বলে জানানো হয়, সেটা এক্সপায়ার হয়ে গিয়েছিল। সেকারণেই তিনি মুত্রের নমুনা দিতে কিছুটা ইতস্তত করেছিলেন।
গত ২৩ এপ্রিল জাতীয় ডোপিং বিরোধী সংস্থা বজরং পুনিয়াকে প্রথমবার নির্বাসিত করে। এরপর UWW তাঁকে ফের সাসপেন্ড করে। তবে গত ৩১ মে NADA বজরংয়ের উপর থেকে যাবতীয় নির্বাসন তুলে নিয়েছিল। এরপর ২৩ জুন বজরংয়ের উপর আবারও অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই চ্যালেঞ্জ জানিয়েছিলেন বজরং। গত ২০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর এই মামলার শুনানি হয়েছিল।
শুনানির পর জানিয়ে দেওয়া হয় যে বজরং ডোপ করেছিলেন। আর সেকারণেই তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করা হয়। বজরংয়ের দাবি, ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির বিরোধিতা করার জন্যই তাঁকে এমনভাবে ফাঁসানো হল। তিনি স্পষ্ট জানান, কখনই নমুনা দিতে তিনি অস্বীকার করেননি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি NADA-র কাছে অভিযোগও করেছিলেন যে এক্সপায়ার হয়ে যাওয়া কিটে নমুনা গ্রহণ করা হয়।