শেষ আপডেট: 23rd October 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ভারতের মহিলা কুস্তিগীর সাক্ষী মালিকের আত্মজীবনী 'উইটনেস' প্রকাশিত হয়েছে। এই বই প্রকাশের পর থেকেই একাধিক বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করেছে একে অপরকে দোষারোপের ঝড়। সেই বিতর্কের আঁচ এবার আরও খানিকটা বাড়িয়ে দিলেন ববিতা ফোগত।
ববিতা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, 'নিজের আলোয় আলোকিত হও। অপর প্রান্তের আলো আর কতক্ষণই বা চলবে? কেউ পেল বিধানসভা, কেউ পেল পদ। দিদি, তুমি তো আর কিছুই পেলে না। তোমার কষ্টটা আমরা সবাই বুঝতে পারছি। বই বিক্রি করতে গিয়ে তো আত্মসম্মান বিক্রি করে দিচ্ছে।'
সাক্ষী মালিক তাঁর আত্মজীবনীতে অভিযোগ করেছেন, বিজেপি নেত্রী ববিতা ফোগতই নাকি তাঁকে ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উসকানি দিয়েছিলেন। ববিতা এই মন্তব্য করার পাশাপাশি সাক্ষী, ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়াকে তীব্র কটাক্ষ করেছেন।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি এই প্রশ্নও তুলেছেন যে ভিনেশ বিধায়ক হয়ে গিয়েছে। পাশাপাশি সর্বভারতীয় কৃষক কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হয়েছেন বজরং পুনিয়া। সেখানে সাক্ষী নিজের বই বিক্রি করে নিজের কপাল চওড়া করার চেষ্টা করছেন।
অন্যদিকে, ববিতা ফোগতের সমর্থনে বোনের পাশে দাঁড়িয়েছেন দিদি গীতা ফোগত। ববিতা ফোগতকে একটি টুইটে ট্যাগ করে তিনি লিখেছেন, 'কিছু খেলোয়াড় ববিতা ফোগতকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের কাজ উদ্ধার করতে চাইছে। ববিতা আজ যেটুকু অর্জন করতে পেরেছে, তা একেবারেই নিজের পরিশ্রম এবং সততার দমে করেছে। সভাপতি হওয়ার লোভ কার মধ্যে ছিল, তা আমরা সকলেই জানি। সত্যকে বিভ্রান্ত করা যায়, তাকে কখনই হারানো যায় না।'