শেষ আপডেট: 13th January 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল আতঙ্কে। শেষটা একপেশে। ভারতীয় বংশোদ্ভূত নিশেষ বাসবরেড্ডিকে চার সেটের লড়াইয়ে হারিয়ে সেকেন্ড রাউন্ডে গেলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচ।
এদিন রড লেভার এরিনার ম্যাচে প্রথম সেটেই পিছিয়ে পড়েন জোকোভিচ। ৬-৪ স্কোরলাইনে ফার্স্ট সেট জিতে নেন নিশেষ। এমনকী দ্বিতীয় সেটও একসময় ৩-৩ অবস্থায় ছিল। তারপরই ঘুরে দাঁড়ান সার্বিয়ার তারকা। দ্বিতীয়, তৃতীয় এবং অন্তিম তথা চতুর্থ সেটের স্কোরলাইন যথাক্রমে: ৩-৬, ৪-৬, ২-৬।
প্রসঙ্গত, সেকেন্ড সেট চলাকালীন আহত হত নিশেষ। খোঁড়াতে থাকেন তিনি। এরপরই ছন্দ হারিয়ে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, ৩-৩ থাকা অবস্থায় আহত না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।
বাসবরেড্ডির বাবা-মা আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ১৯৯৯ সালে ওই দম্পতি ক্যালিফোর্নিয়া চলে যান। সেখানেই জন্মগ্রহণ করেন বাসব। পরে ব্রায়ান স্মিথের ক্যাম্পে ভর্তি হন। ২০২৩ সালে ফেয়ারফিল্ড চ্যালেঞ্জার টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। এখনও পর্যন্ত কোনও এটিপি টুর্নামেন্ট পুরো খেলননি বাসব। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জায়গা করেছিলেন এই উঠতি টেনিস খেলোয়াড়।