শেষ আপডেট: 21st October 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি উহান ওপেনেও জয়লাভ করেছিলেন। আর শেষপর্যন্ত এই সাফল্যের পুরস্কার পেলেন আরিয়ানা সাবালেঙ্কা। বিশ্ব টেনিস ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন তিনি। এর আগে এই তালিকায় শীর্ষস্থানে ছিলেন ইগা স্যোয়াটেক। কিন্তু, সাবালেঙ্কা ইতিমধ্যেই তাঁকে সিংহাসনচ্যুত করেছেন। WTA ফাইনালসের আয়োজনে আর খুব একটা বেশি দেরি নেই। শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও একটি যুদ্ধ দেখতে পাওয়া যাবে। কিন্তু, ২০২৪ সালে সাবালেঙ্কার পারফরম্য়ান্স তাঁর পায়ের তলার ভিত অনেকটাই শক্ত করে দেবে।
এই বছরে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন সাবালেঙ্কা। বছরের শুরুটাই করেন অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করে। গত মরশুমেও এই খেতাব জয় করেছিলেন সাবালেঙ্কা। এবার তিনি খেতাব ধরে রাখলেন। এরপর যুক্তরাষ্ট্র ওপেনেও জয়লাভ করেন তিনি। এরপর সিনসিনাটি এবং উহান ওপেনে জয়লাভ করে সাবালেঙ্কা নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন।
এই সাফল্য ছাড়াও কয়েকটি ব্যর্থতারও সাক্ষী থেকেছেন তিনি। কাঁধে চোটের কারণে কার্যত বাধ্য হয়েই উইম্বলডন ওপেন থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করেছিলেন। পাশাপাশি চলতি বছর মার্চ মাসে তাঁর বয়ফ্রেন্ড মারা যান। সেই ব্যক্তিগত ট্র্যাজেডির প্রভাব সাবালেঙ্কা অবশ্য নিজের পারফরম্য়ান্সের উপর পড়তে দেননি।
ইতিমধ্যে ইগা স্যোয়াটেক ফরাসি ওপেন চ্যাম্পিয়নে জয়লাভ করেন। ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখেই পড়েন তিনি। WTA প্লেয়ারদের কমপক্ষে ৬ WTA 500 ইভেন্টে অংশগ্রহণ করতে হয়। কিন্তু, ক্লান্তির কারণে স্যোয়াটেক এশিয়ান সফর বাতিল করার সিদ্ধান্ত নেন। এই বছর তিনি ছয়ের মধ্যে মাত্র দুটো টুর্নামেন্টেই অংশগ্রহণ করেন। সেকারণে শাস্তির মুখেও পড়তে হয়। আর শাস্তি হিসেবে বিশ্ব টেনিস ক্রমতালিকায় তাঁকে সাবালেঙ্কার নীচে নেমে যেতে হয়।