শেষ আপডেট: 4th December 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো : বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস। বুধবার (৪ ডিসেম্বর) তিনি দাবি করলেন, সাধারণ মানুষকে নাকি বিভ্রান্ত করছেন দিন্দা। এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করার আর্জিও জানান।
তাঁর দাবি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তিমাফিক জলপাইগুড়িতে ২৭ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি হয়েছে ঠিকই, কিন্তু, সেখানে খেলা হয় না। আপাতত গরু চড়ছে সেখানে। পাশাপাশি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের কাছে এই ব্যাপারটা দিল্লির দরবারে তুলে ধরার জন্য আবেদনও করেন।
সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই মন্তব্যের প্রেক্ষিতে অশোক দিন্দা এখনও কোনও তথ্যপ্রমাণ দিতে পারেননি। আর এমন মন্তব্যের মাধ্যমে বিধানসভাকে বিভ্রান্ত করার জন্য দিন্দার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
অরূপ বিশ্বাসের আবেদন, যদি কেন্দ্র না আর্থিক অনুদান দিতে না পারে, সেক্ষেত্রে রাজ্যের হাতে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন ফেরত দেওয়া হোক। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিগত কয়েক বছরে বাংলার ক্রীড়া পরিকাঠামো যথেষ্ট উন্নত হয়েছে। গত ৫ বছরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে মোট ১৩ স্টেডিয়াম। এরমধ্যে পুরুলিয়ায় স্টেডিয়ামের (৬) সংখ্যা সবথেকে বেশি। এরপর একে একে রয়েছে নদীয়া (২), উত্তর ২৪ পরগণা (১), দক্ষিণ ২৪ পরগণা (১), উত্তর ও দক্ষিণ দিনাজপুর (২) এবং পশ্চিম মেদিনীপুর (১)।
সঙ্গে তিনি আরও পরিসংখ্যান দেন, ২০১১ সাল থেকে বাংলায় মোট ১৮ স্টেডিয়াম গড়ে উঠেছে। এর পাশাপাশি ২৭ স্টেডিয়াম পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। সবমিলিয়ে আপাতত গোটা রাজ্যে মোট ৫৮টি স্টেডিয়াম রয়েছে।