শেষ আপডেট: 11th January 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো : ক্যালিফোর্নিয়ার দানব আগুন ইতিমধ্যে গ্রাস করেছে শ'য়ে শ'য়ে ঘরবাড়ি। চোখের নিমেষে সর্বস্বান্ত হয়েছেন হাজার-হাজার মানুষ। সেই তালিকায় নাম লিখিয়েছেন আমেরিকার কিংবদন্তী সাঁতারু গ্যারি হল জুনিয়র। তিনি প্যাসিফিক প্যালিশেডসের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। নষ্ট হয়েছে সুইমিং পুল। এছাড়া তাঁর যে দশটি অলিম্পিক্স পদক ছিল, তাও নষ্ট হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের কাছে নিজের দুঃখপ্রকাশ করেছেন হল। তিনি জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড তাঁর জীবনে 'অ্যাপোক্যালিপ্স সিনেমা'র থেকে দুর্বিষহ হয়ে উঠেছে।
সেইদিনের ঘটনা বর্ণনা করে হল বললেন, 'গোটা লস অ্যাঞ্জেলস আপাতত নরকে পরিণত হয়েছে। আমাদের চারপাশ আগুনের লেলিহান শিখা ঘিরে রেখেছিল। আগুনের শিখাগুলো উপর থেকে কার্যত বৃষ্টির মতো নেমে আসছিল। আমি লাফিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়েছিলাম। শুধুমাত্র পোষ্য কুকুর এবং ব্য়ক্তিগত কিছু জিনিসপত্র নিয়ে আসতে পেরেছি। প্রত্যেকের একই অবস্থা ছিল।'
Gary Hall Jr -- one of the most decorated USA swimming Olympians -- lost his home in the Palisades Fire. All his medals are gone. Gary is a @BrophyAthletics alum and in the @azsportshof. @12SportsAZ
— Cameron Cox (@CamCox12) January 9, 2025
LINK to GoFundMe: https://t.co/NxGUr3FTbu pic.twitter.com/OsY7rIO70Z
ঘটনাস্থল থেকে দ্রুত পালাতে গিয়ে হলকে তাঁর ১০ অলিম্পিক্সের পদক ফেলে আসতে হয়। এরমধ্যে রয়েছে পাঁচটি সোনার পদক, তিনটে রুপোর এবং জোড়া ব্রোঞ্জ পদক। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক্স, ২০০০ সিডনি অলিম্পিক্স এবং ২০০৪ আথেন্স অলিম্পিক্সে তিনি এই পদকগুলো জিতেছিলেন।
???????????? OLYMPIC LEGEND GARY HALL JR. LOSES MEDALS TO PALISADES WILDFIRE
— Info Room (@InfoR00M) January 11, 2025
????Gary Hall Jr., a 10-time Olympic medalist, lost his home and medals in a massive wildfire near Los Angeles.
????Hall called the fire “worse than any apocalypse movie” and fled with no time to save possessions.… pic.twitter.com/59v7QjRMcE
খানিক দুঃখ করেই তিনি বললেন, 'পদকগুলোর চিন্তা আমার মাথায় ছিল। কিন্তু, সেগুলো নিয়ে আসার মতো সময় আমার হাতে ছিল না। সকলেই প্রশ্ন করছেন যে পদকগুলো কি পুড়ে গিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটাই পুড়ে গিয়েছে। এগুলো ছাড়াই এবার আমাকে বাঁচতে হবে। আমি মনে করি, এগুলো সবই পার্থিব। আবারও নতুন করে শুরু করতে হবে। আর কীই বা করতে পারি?'
May God help them, there are people, animals and plants there, it is a very difficult situation...????????????
— ????????????-???? ???????????????????? (@_khkmagduru_) January 9, 2025
----
los angeles fire #LosAngelesFire #LosAngeles #ElonMusk #GentleMonsterxWin #earthquake #fire pic.twitter.com/WnebTjClq6
প্রসঙ্গত, এই অগ্নিকাণ্ডে ১৩,৫০০ কোটি ডলার থেকে ১৫,০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে আমেরিকা সরকার ক্ষতিগ্রস্তদের ১০০ শতাংশ ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। এ পর্যন্ত প্যালিসেডস অগ্নিকাণ্ড প্রায় ২১,৬০০ একর জমি ধ্বংস করে দিয়ে আরও পূর্ব দিকে এগোচ্ছে। যার মধ্যে মাত্র ৮ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।