শেষ আপডেট: 5th November 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ আসলে মহিলা না পুরুষ, তা নিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন যে এই বক্সার জৈবিকভাবে পুরুষ। মহিলাদের ৬৬ কেজি ক্যাটেগরিতে সোনার পদক জয় করেছেন। কিন্তু, অলিম্পিক্স টুর্নামেন্টের এই ক্যাটেগরিতে কীভাবে তিনি অংশগ্রহণ করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।
২০২৪ প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার কয়েকমাস পর আরও একবার সেই পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। তাঁর একটি মেডিক্যাল রিপোর্ট ইতিমধ্যে ফাঁস হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইমানে খেলিফ আসলে পুরুষই। এমনকী, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও এই ব্যাপারটি নিয়ে মুখ খুললেন। এমনকী, আলজেরিয়ার এই বক্সারের থেকে সোনার পদক কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
ফাঁস হওয়া ওই মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, আলজেরিয়ান এই বক্সারের শরীর পুরুষ হরমোনের মাত্রা অনেকটাই বেশি রয়েছে। তাঁর শরীরে আসলে একটি ডিসঅর্ডার রয়েছে। এটাকে ফাইভ আলফা রিডাকটেস ইনসাফিসিয়েন্সি বলা হয়ে থাকে।
সূত্রের খবর, প্যারিসের একটি হাসপাতালে এই রিপোর্ট তৈরি করা হয়েছিল। ২০২৩ সালে প্রকাশিত আলজেরিয়ার একটি হাসপাতালেও এই একই দাবি করা হয়েছিল। তাঁর শরীরে মহিলাদের বেশ অনেকগুলো বৈশিষ্ট্যই অনুপস্থিত রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন খেলিফকে নির্বাসিত করেছিল। সেকারণে নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জয়ের লড়াইয়ে তিনি অংশগ্রহণ করতে পারেননি।